সিঁদুর খেলা থেকে মিষ্টি মুখ, বিজয়া দশমী প্রবাসে

মুখে পান পাতা বুলিয়ে, সিঁদুর ছুঁইয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানানোর পালা। আজ দশমী। পুজো শেষ। উমাকে বিদায় জানানোর পালা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

মুখে পান পাতা বুলিয়ে, সিঁদুর ছুঁইয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানানোর পালা। আজ দশমী। পুজো শেষ। উমাকে বিদায় জানানোর পালা। আর তাই বিষাদের সুর আকাশে বাতাসে। তবে বিষাদের মাঝেও শান্ত্বনা একটাই "আসছে বছর আবার হবে!" সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মা দুর্গার দশমী পুজো শুরু হয়ে গিয়েছে। মহিলারা মাকে বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। রাজ্যের বাইরে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছেন বিজয়ার আনন্দে। সিঁদুর খেলা থেকে মিষ্টিমুখ, সব কিছুই চলছে। এক নজরে দেখে নিন প্রবাসে বিজয়া দশমীর কিছু ঝলক।

Advertisement

ছবি: নিজস্ব চিত্র , বািপ রায়চৌধুরী ও প্রেম সিংহ

আরও পড়ুন:কলকাতা এ বার নতুন সাজে আনন্দ উৎসবে

Advertisement

সিঁদুরে রাঙিয়ে উমা বিদায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement