রেকর্ড করেছেন। এসেছে সেঞ্চুরিও। তবুও যে খুব খুশি তেমনটা নয়। কারণ দল জেতেনি। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন, তিনি রেকর্ডের পিছনে দৌড়তে ভালবাসেন না। শুধু রান করতে চান দলের স্বার্থে। দ্রুততম সাত হাজার রান করে রেকর্ড করেছেন। তবুও নিজেকে শিক্ষানবীশ মানেন বিরাট। ছবিতে দেখে নেওয়া বিরাটকে, জেনে নেওয়া তাঁর বক্তব্য।
আরও খবর: বিরাট কিন্তু সচিনের রেকর্ড ভেঙে দেবে