ফুরিয়ে এল ২০২৫ সালের আয়ু। নতুন বছরে পা রাখতে চলেছে পৃথিবী। জ্যোতিষশাস্ত্রের বিশেষ অংশ সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ সাল নিয়ে আসতে চলেছে একঝাঁক সুখবর। প্রচুর পরিবর্তনের সম্মুখীন হবেন জাতক-জাতিকারা। বহু নতুন ঘটনা ঘটতে চলেছে নতুন বছরে।
সংখ্যাতত্ত্বের সাহায্যে হিসাব করলে ২০২৬-এর মূলাঙ্ক হচ্ছে ১। ১ হল সূর্যের সংখ্যা। ১ সংখ্যার অধিপতি গ্রহ হল সূর্য। এটি নব সূচনা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের প্রতীক। সেই অনুযায়ী ২০২৬-এ নানা ভাল জিনিস ঘটতে পারে বলে মনে করছেন সংখ্যাতত্ত্ব বিশারদেরা।
আসন্ন বছর নিয়ে মানুষের অনেক আশা এবং স্বপ্ন থাকে। বিবাহ, ব্যক্তিত্ব, আর্থিক ভাগ্য, পেশা অথবা স্বাস্থ্য— সব ক্ষেত্রেই নতুন বছর কেমন কাটবে তা নিয়ে কৌতূহল থাকে সকলেরই। তাই আমরা মুখিয়ে রয়েছি ’২৫-এর শেষটা আর নতুন বছর কেমন যাবে সেটি জানার আশায়।
প্রতিটি ব্যক্তিই একে অপরের থেকে আলাদা। জন্মতারিখই হদিস দেয় ব্যক্তির জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট গ্রহের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন। প্রতিটি জন্মসংখ্যার একটি অনন্য শক্তি থাকে। সংখ্যাতত্ত্ব অনুসারে, ভিন্ন ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যে নানা রকম চারিত্রিক গুণাবলি ও খারাপ দিক সম্বন্ধে বলে দেওয়া যায়।
নতুন বছরে পা দেওয়ার পর সকলের জীবনেই যে সুখ-সমৃদ্ধি উপচে পড়বে এমনটা না-ও হতে পারে। কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা উন্নতির চরম শিখরে পৌঁছোবেন। আবার কিছু জন্মসংখ্যার জীবন সমস্যাসঙ্কুল হয়ে উঠতে পারে। দেখে নেওয়া যাক ১ থেকে ৯-এর মধ্যে বিভিন্ন জন্মতারিখের জাতকদের আগামী বছর কেমন কাটতে চলেছে।
১ জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে নতুন বছর সুখ এবং সৌভাগ্য বয়ে আনবে। জীবনসঙ্গীর সহযোগিতায় একটি সুন্দর দাম্পত্যজীবন উপভোগ করবেন। ১ জন্মসংখ্যার জাতকেরা কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ করবেন। আয় বৃদ্ধি পাবে।
বছরের মাঝামাঝি সময় শিক্ষা, স্বাস্থ্য বা ব্যবসায় ছোটখাটো সমস্যা ডেকে আনতে পারে। তবে বছরের শেষের দিকে সেগুলি কাটিয়ে ওঠা সম্ভব হবে। পুরনো সমস্যার সমাধান হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তবে আত্মবিশ্বাস যাতে অহঙ্কারে না বদলে যায় তার দিকে সর্বদা নজর দিতে হবে জাতক-জাতিকাদের।
জন্মসংখ্যা ২-এর ব্যক্তিরা সাধারণত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন। ২০২৬ সালে এই আবেগপ্রবণ প্রকৃতির জন্য ভুগতে হতে পারে। বৈবাহিক এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সঙ্কট তৈরি করতে পারে আবেগি মন। অন্যের জন্য নিজের চাহিদা ও অনুভূতিকে বিসর্জন দিলে তা অবসাদ ডেকে আনতে পারে। মানসিক চাপ বাড়বে।
যাঁদের জন্মসংখ্যা ২ তাঁদের ক্ষেত্রে নতুন বছরে শিক্ষা এবং কর্মজীবন উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে। ভাগ্য পক্ষেই থাকবে। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিতে হবে না। ২০২৬ সাল জুড়ে সব কিছু ঠিকঠাক ভাবে চালানোর জন্য আবেগগত দিকটি নিয়ন্ত্রণ করতে হবে এই জন্মসংখ্যার ব্যক্তিদের। নিজের সঠিক মূল্যায়ন করতে পারলে সম্পর্ক টিকবে।
নতুন বছরটি ৩ জন্মসংখ্যার জাতকদের জন্য শুভ ফলই দান করবে বলে মনে করছেন সংখ্যাতত্ত্ববিদেরা। বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে। পারিবারিক সম্পর্ক এবং স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর যে কোনও কথাই খুব মন দিয়ে শুনতে হবে, তাঁকে উপেক্ষা করা যাবে না। অহঙ্কারী হলে চলবে না, স্বভাবে নম্রতা বজায় রাখতে হবে।
নিজের মর্জিমাফিক চলা বা কাজ করার প্রবণতা শিক্ষা, পেশাজীবন বা ব্যবসায় অসুবিধা তৈরি করতে পারে। সেই দুর্বলতা সরাতে পারলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বছরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির বদল হতে পারে। সেই পরিস্থিতি পছন্দসই না-ও হতে পারে। ২০২৬ সালে উন্নতি এবং সাফল্যের জন্য সংখ্যাতত্ত্ব নমনীয় থাকার এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেয়।
গভীর চিন্তাশীল হয়ে থাকেন ৪ জন্মসংখ্যার মানুষেরা। সংখ্যা ৪-এর জাতকদের উপর রাহুর আধিপত্য থাকে। এই জাতকেরা তাঁদের উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের জন্য পরিচিত। অহেতুক রাগ ও কোপন স্বভাব পেশাক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে ভাগ্যের খেলা ঘুরে যাবে ৪ সংখ্যার জাতকদের।
এই বছরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সাবধানতা ও বিবেচনা করে নিতে হবে। কারণ এগুলি আপনার ভবিষ্যৎ এবং পরিবারকে গভীর ভাবে প্রভাবিত করতে পারে। ব্যবসার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে, তবে সে সব কাটিয়ে উঠবেন।
নতুন বছরটি ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য পরিবর্তনের বছর হিসাবে গণ্য হবে। নানা দিক থেকে পরিবর্তন আসবে। তবে সেগুলি সদর্থক। ইতিবাচক মানসিকতা বজায় রাখাই শ্রেয়। শিক্ষা, কেরিয়ার, ব্যবসা এবং আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। ব্যবসার পরিধি বাড়বে।
৫ জন্মসংখ্যার মানুষেরা বন্ধুত্বপূর্ণ এবং তাদের প্রিয়জনের প্রতি অনুগত হন। সর্বদা পরিবার এবং বন্ধুদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন। ২০২৬ সালে সম্পর্কে নিষ্ক্রিয়তা বা প্রচেষ্টার অভাবের কারণে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে। ধৈর্য হারালে চলবে না।
যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৬, তাঁদের জন্য ২০২৬ সমৃদ্ধি নিয়ে আসবে। সম্পর্ক, পরিবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। এই বছর নিকটতম প্রিয়জনদের সান্নিধ্য উপভোগ করবেন। রোম্যান্টিক এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে।
৬ জন্মতারিখের ব্যক্তিরা আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সৃজনশীল প্রতিভার অধিকারী। তাদের মধ্যে যে লুকোনো গুণাবলি রয়েছে তা তাঁরা সম্পর্কের ভারসাম্য তৈরি করতে ব্যবহার করেন। ২০২৬ সালে কঠোর পরিশ্রম এবং শৈল্পিক স্বভাব শিক্ষা, পেশাক্ষেত্র, স্বাস্থ্য এবং সম্পদে সাফল্য অর্জনে সহায়তা করবে।
২০২৬ সালে উন্নতির নতুন দিশা খুলে যাবে ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের। ২০২৬ সালের শুরুতেই সম্পত্তি বা বাহন কেনার যোগ তৈরি হতে পারে। নতুন বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের সহায়তা করবে। ২০২৬ সালের গোড়াতেই পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায় দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। আয়ের সুযোগ আসবে হাতের মুঠোয়।
বছরের মাঝামাঝি সময়ে মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। তার প্রভাব পড়বে শিক্ষা, পেশাতেও। এই দুই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। তবে সহজেই সেগুলি সমাধান করা সম্ভব হবে। এই শুভ বছরটিকে বৃদ্ধি এবং সাফল্য অর্জনের জন্য ব্যবহার করতে পারেন ৭ জন্মসংখ্যার অধিকারীরা।
২০২৬ সাল অনেক সুযোগ নিয়ে আসবে ৮ জন্মসংখ্যার অধিকারীদের। জীবনের মোড় ঘুরতে পারে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন। নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। পদোন্নতির যোগ তৈরি হবে।
পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্তগুলি উপভোগ করবেন। বিবাহ এবং পারিবারিক বন্ধন দৃঢ় হবে। সম্পর্কগুলি স্থিতিশীল এবং ভালবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে। শিক্ষার্থীরা এই বছর দুর্দান্ত সুযোগ পাবেন। সেই অর্থে কোনও বড় সমস্যার মুখোমুখি হতে হবে না। অবিবাহিতেরা মনের মতো জীবনসঙ্গীর খোঁজ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
৯ জন্মসংখ্যার মানুষেরা প্রবল আবেগপ্রবণ হন। ২০২৬ সালটি ভাল এবং মন্দ উভয় ফলই দান করবে। সঙ্গীকে অবহেলা করলে প্রেম বা বিবাহিত জীবনে সমস্যা হতে পারে। প্রিয়জনদের প্রতি আরও মনোযোগ দিতে হবে। রাগ, অভিযোগ, অসমাপ্ত অতীতকে ভুলতে হবে। তবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন জাতক-জাতিকারা।
স্বাস্থ্য, আর্থিক অবস্থা, কর্মজীবন অনুকূল থাকবে। একগুঁয়েমি এড়িয়ে চলাই শ্রেয়। তা সাফল্যলাভের পথে অন্তরায় হতে পারে। মসৃণ এবং আরও সফল করতে শান্ত এবং নমনীয় থাকতে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা। নতুন বছর আপনাদের নানা দিক দিয়ে সুযোগ এনে দেবে। মাথা ঠান্ডা রাখতে পারলে সুখ ও সমৃদ্ধি হাতের মুঠোয় চলে আসবে।