পৃথিবীর বিভিন্ন দেশের হাতেই এখন পৌঁছে গিয়েছে ক্ষেপণাস্ত্র। কিন্তু সবচেয়ে এগিয়ে কারা? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতামত নিয়ে ‘ওয়ার্ল্ড নোয়িং ডট কম’, ‘টপলিস্টজেনজ’, ‘জোপিলা’-সব বিভিন্ন সংস্থা ১০টি দেশের তালিকা তৈরি করেছে, যারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে কত দূরে আঘাত হানতে সক্ষম একটি দেশ, সে দেশের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা কত, অস্ত্রাগারে কত রকমের এবং কত সংখ্যায় রয়েছে ক্ষেপণাস্ত্র, সেগুলি কতটা নির্ভুল লক্ষ্যে আঘাত হানে— এই সব নানা বিষয় বিচার করে এই তালিকা তৈরি হয়েছে।
আরও দেখুন:
ভারতের সেরা ১২ ক্ষেপণাস্ত্র যা কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের বুক