এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় নীলা?

পৃথিবীর সবচেয়ে বড় নীলা পাওয়া গেল। সেটি পাওয়া গিয়েছে শ্রীলঙ্কার রত্নগিরিতে। নিলামে বহুমূল্যের রত্নটির দাম ওঠে ৩০ কোটি পাউন্ড। নীলাটির ওজন এক হাজার ৪০৪ ক্যারাট। এটি পাওয়া গিয়েছে দক্ষিণ শ্রীলঙ্কার রত্নপুরায়। শ্রীলঙ্কার খ্যাতি তার রত্নভাণ্ডারের জন্য। নিঃসন্দেহে নীলা উদ্ধার ছোট্ট দ্বীপরাষ্ট্রের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৬ ২১:৫৯
Share:

এটিই সবচেয়ে বড় নীলা।

পৃথিবীর সবচেয়ে বড় নীলা পাওয়া গেল। সেটি পাওয়া গিয়েছে শ্রীলঙ্কার রত্নগিরিতে। নিলামে বহুমূল্যের রত্নটির দাম ওঠে ৩০ কোটি পাউন্ড। নীলাটির ওজন এক হাজার ৪০৪ ক্যারাট। এটি পাওয়া গিয়েছে দক্ষিণ শ্রীলঙ্কার রত্নপুরায়। শ্রীলঙ্কার খ্যাতি তার রত্নভাণ্ডারের জন্য। নিঃসন্দেহে নীলা উদ্ধার ছোট্ট দ্বীপরাষ্ট্রের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করল। এএফপি-র তোলা নীলার ছবিতে সাজল গ্যালারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement