boat

Flying boat: গতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার, চালু হল বিশ্বের প্রথম ‘উড়ন্ত নৌকা’ পরিষেবা

রানওয়েতে যে ভাবে বিমান টেক অফ করে, ঠিক সেই ভাবে চলতে শুরু করে নৌকাটি।

Advertisement
সংবাদ সংস্থা
আয়ারল্যান্ড শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৭:৩৯
Share:
০১ ১৭

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে চালু হল বিশ্বের প্রথম পরিবেশ-বান্ধব উড়ন্ত নৌকা পরিষেবা।

০২ ১৭

দেখলে মনে হবে জলে ভেসে নয়, জলের উপর দিয়ে উড়ে চলছে নৌকাটি।

Advertisement
০৩ ১৭

আসলে নৌকটির তলায় বিশেষ হাইড্রোফয়েল ডানা রয়েছে যা ব্লেডের মতো নৌকার নীচে সংযুক্ত।

০৪ ১৭

রানওয়েতে যে ভাবে একটি বিমান টেক অফ করে, জলের নীচে থাকা ডানাগুলি নৌকাটিকে সেই ভাবেই তুলে ধরে।

০৫ ১৭

যত গতি বাড়বে, দেখে মনে হবে নৌকটি জলের উপরে উড়ছে।

০৬ ১৭

এই নৌকার ওজন ১০ টন এবং এর সর্বোচ্চ গতি ৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।

০৭ ১৭

নৌকাটি ১২ জন যাত্রী বহন করতে সক্ষম। তবে এর থেকে কম যাত্রীবহণকারী নৌকাও বাজারে আনবে নির্মাতা সংস্থাটি।

০৮ ১৭

পরিবেশ-বান্ধব এই নৌকাটি বিশেষ ধরনের প্রযুক্তিতে তৈরি যা পেশাদার ইয়ট রেসিং প্রতিযোগিতার নৌকার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

০৯ ১৭

জলের নীচের ডানাগুলি একে কার্যত নিঃশব্দে সমুদ্রের উপর তুলে ধরে এবং সমুদ্রের বুকে মসৃণ ভাবে চলতে সাহায্য করে।

১০ ১৭

এই হাইড্রোফয়েল নৌকা মূলত জাহাজের নাবিকদের পরিবহণের জন্য বা ওয়ার্ক বোট হিসাবে ব্যবহার করা হবে।

১১ ১৭

নির্মাতা সংস্থার দাবি, ব্যাটারিচালিত নৌকাটিতে বেশি ক্ষণ চার্জ দিতে হয় না। মাত্র এক ঘণ্টায় রিচার্জ করা যায়।

১২ ১৭

সংস্থাটির আরও দাবি, জীবাশ্ব জ্বালানি চালিত নৌকার তুলনায় ৯০ শতাংশ বেশি শক্তি সাশ্রয় করে এই ব্যাটারিচালিত নৌকা।

১৩ ১৭

সরকারও এই ধরনের নৌকা পরিষেবাকে স্বাগত জানিয়ে বলেছে, বাতাসে কার্বন নিঃসরণ কমাতে একটি ইতিবাচক ভূমিকা নেবে।

১৪ ১৭

কার্যত নিঃশব্দে সমুদ্রের বুকে ভেসে চলা এই নৌকার পরিচালন খরচও অনেক কম। এর সাহায্যে খুব কম সময়ে গন্তব্যেও পৌঁছানো সম্ভব হবে।

১৫ ১৭

প্রাথমিক ভাবে ১২ যাত্রীর নৌকা হলেও আগামিদিনে ৬০কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিসম্পন্ন ৬ যাত্রী নৌকাও আনবে নিমার্ণকারী সংস্থাটি।

১৬ ১৭

শুরুতে জাহাজের নাবিক এবং বন্দরের প্রয়োজনে একে ব্যবহার করা হলেও আগামিদিনে সাধারণ যাত্রীরা এই নৌকায় চড়তে পারবেন।

১৭ ১৭

প্রাথমিক ভাবে ৬০ জন কর্মী নিয়ে শুরু হচ্ছে এই ‘উড়ন্ত নৌকা’ পরিষেবা। ভবিষ্যতে পরিষেবা বাড়লে কর্মীর সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement