ডিম নেই, ঘুঘুও নেই

বাড়ির পাশের পেঁপে গাছে দুটো ঘুঘুপাখি মুখে করে শুকনো গাছের ডাল এবং বিচালি নিয়ে এসে চার-পাঁচ দিনের মধ্যে একটা বাসা তৈরি করেছিল। এর মধ্যে এক জন তো সারাক্ষণ বাসাতে বসে থাকত। সকালে-বিকেলে পাখিটাকে জানলা দিয়ে দেখতাম।

Advertisement
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:০০
Share:

বাড়ির পাশের পেঁপে গাছে দুটো ঘুঘুপাখি মুখে করে শুকনো গাছের ডাল এবং বিচালি নিয়ে এসে চার-পাঁচ দিনের মধ্যে একটা বাসা তৈরি করেছিল। এর মধ্যে এক জন তো সারাক্ষণ বাসাতে বসে থাকত। সকালে-বিকেলে পাখিটাকে জানলা দিয়ে দেখতাম। ঘোলাটে লাল চোখ, ধূসর রঙের উপর ছিটছিট পালক। কয়েক দিন পরে দেখি, বাসাতে দুটো ডিম। মা-পাখিটা রোজ রোদের মধ্যেও ডিমের ওপর বসে থাকে। দিন কয়েক বাদে দেখি বাসাতে ডিম দুটো নেই, পাখিটাও নেই। মা-র কাছে শুনলাম পাখি দুটো বাধা দেওয়া সত্ত্বেও, একটা কাক ডিম দুটো খেয়ে নিয়েছে।

Advertisement

উপাসনা দাশ। চতুর্থ শ্রেণি, হোলি ফ্যামিলি প্রাথমিক বিদ্যালয়, নদিয়া

Advertisement

মাছের বুদ্ধি

বাড়ির পাশেই একটা পুকুরে অনেক মাছ আছে। পুকুরের পাশেই পাঁচিলের গায়ে কলতলায় যখন থালাবাসন মাজা হয় এবং বাসন ধোয়া জল যখন নর্দমা দিয়ে পুকুরে পড়ে, তখন প্রচুর মাছ এসে জলের সঙ্গে থাকা ভাত, রুটির টুকরো ইত্যাদি খাবার খায়। মাছগুলো যখন জলের মধ্যে খাবার নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি করে দেখার মতো! ছুটির দিনে বাড়ি থাকলে আমিও মাছেদের দোতলার বারান্দা থেকে মুড়ি, বিস্কুটের টুকরো, পাঁউরুটি খেতে দিই। তবে নর্দমা থেকে জলে পড়লেই মাছের ঝাঁক তাড়াতাড়ি চারিদিক থেকে চলে আসে। তারা ভাবে জলের সঙ্গে খাবারও থাকবে, কিন্তু সব সময় সেটা হয় না।

রাজন্যা ঘোষ। ষষ্ঠ শ্রেণি, সেন্ট অ্যান্টনি হাই স্কুল, চন্দননগর

হামিং বার্ডের বাসা

এক দিন লক্ষ করলাম, বাড়ির বাইরে জামাকাপড় মেলার দড়িতে বিভিন্ন ধরনের আবর্জনা দিয়ে তৈরি কী একটা ঝুলছে! তার পর দেখলাম একটা ধূসর ও নীল রঙের হামিং বার্ড নানা জিনিস এনে বাসাটিতে গুঁজছে আবার চলে যাচ্ছে। এর পর দেখি আর একটা সবুজ রঙের হামিং বার্ড এল। এখন সেই বাসাটিতে একটা কোটরও বানিয়েছে। ওটাই দরজা।

প্রদীপ্তা ঘোড়ই। চতুর্থ শ্রেণি, চিত্র শ্রীরামকৃষ্ণ শিশুশিক্ষা নিকেতন

নজরদার

চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা, অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো:

নজরদার, রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,

৬, প্রফুল্ল সরকার িস্ট্রট, কলকাতা ৭০০০০১

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement