আমার শুধু ক্রিকেট খেলতে ভাল লাগে। পড়তে একদম ভাল লাগে না। কী করলে আমার পড়ায় মন বসবে?
কৌস্তুভ রায়। সপ্তম শ্রেণি, শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়
কৌস্তুভ, বোঝাই যাচ্ছে তুমি খেলুড়ে ছেলে। তবে জেনে রাখো, যে ভাল খেলোয়াড় হতে গেলেও ভাল লেখাপড়া জানা আবশ্যক। ক্রিকেট শিখতে গেলে তোমার তো ক্রিকেট খেলার ইতিহাস, কোন খেলোয়াড় কেমন ভাবে খেলতেন, কার খেলার কী বৈশিষ্ট্য— সব জানতে হবে, বুঝতে হবে। লেখা-পড়ার মাধ্যমে মানসিক পরিবর্তন আসে। নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আসে, যা খেলোয়াড়দের জন্য জরুরি। তা ছাড়া পড়াশোনার মাধ্যমে জগৎকে আরও ভাল ভাবে জানা যায়।
এ সব চিন্তা করে পড়াশোনায় জোর করে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। এক বার যদি বিষয় বুঝতে পারো, আগ্রহ তৈরি করতে পারো, তা হলে পড়ায় মন বসবে।
অঙ্ক, জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান ছাড়া অন্য কোনও বিষয় পড়তে আমার ভাল লাগে না। অন্য বিষয়ে আমি নম্বর কম পাই। কী করব?
জয় বেরা। সপ্তম শ্রেণি, চাঁদড়া উচ্চ বিদ্যালয়
জয়, বিষয়টা না পড়লে সে বিষয়ে তো নাম্বার কম পাবেই। যদি মন দিয়ে পড়ো, জানবার ও বুঝবার ইচ্ছে নিয়ে পড়ো, তা হলে কিন্তু সব বিষয়েই তোমার আগ্রহ আসবে। আর আগ্রহ থাকলে মনোযোগ আপনি আসে। ইতিহাস, ভূগোল, সাহিত্য এগুলো শেখাও আমাদের জ্ঞানের সর্বাঙ্গীণ বিকাশ ও ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয়। সুতরাং শিখবার ও বুঝবার মানসিকতা নিয়ে পড়ো, দেখবে পড়তে ভাল লাগছে।
আমার পাশে যে মেয়েটি বসে, তার মাথাভর্তি উকুন। তার কাছ থেকে আমি লেখাপড়ায় কোনও সাহায্য পাই না। দিদিমণিকে বলা সত্ত্বেও আমাকে অন্য কোথাও বসতে দেয় না। কী করব?
শ্রমণা মাইতি। পঞ্চম শ্রেণি, সান্ত্বনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়, তমলুক
শ্রমণা, তোমার দিদিমণি তোমায় অন্য কোথাও বসতে অনুমতি দিচ্ছেন না। তা হলে তো একটাই উপায় আছে। তোমার অভিভাবকদের বলো তাঁরা দিদিমণির সঙ্গে কথা বলবেন। উকুন থাকাটা কোনও রোগ নয়, এটা ঠিক করা যায়। সুতরাং যদি স্কুল থেকে মেয়েটির বাবা-মাকে ডেকে দিদিমণিরা উকুন মারবার ওষুধ দিয়ে মাথায় কয়েক বার শ্যাম্পু করার কথা বলেন বা ডাক্তারের পরামর্শমত কাজ করতে অনুরোধ করেন, তা হলে তোমারও কোনও ভয়ের কারণ থাকে না আর মেয়েটিও উকুনের হাত থেকে মুক্তি পায়।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১