তিন বাঁদরের বাণী

বাজে জিনিস দেখবেন না। ভারতীয় সংস্কৃতি প্র্যাকটিস করুন। টিভি সিরিয়ালে সাস-বহুর হাতির মাথা দেখুন, ক্যালেন্ডারে সতী-সাবিত্রীর ঢলঢল লাবণ্য। কামনা এলে জাস্ট রাবীন্দ্রিক ঢঙে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা দেখুন, বেশি চুলকুনি পেলে আইটেম-নায়িকাদের খুঁটি ধরে নৃত্য। তার বেশি এগোবেন না। পৃথিবীর পাপের বোঝা উপচীয়মান, নোয়ার নৌকোয় অগ্রিম বুকিং করুন। বিদেশি রগরগে ফিলিম দেখবেন না।

Advertisement

সৈকত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০০:০৩
Share:

বাজে জিনিস দেখবেন না। ভারতীয় সংস্কৃতি প্র্যাকটিস করুন। টিভি সিরিয়ালে সাস-বহুর হাতির মাথা দেখুন, ক্যালেন্ডারে সতী-সাবিত্রীর ঢলঢল লাবণ্য। কামনা এলে জাস্ট রাবীন্দ্রিক ঢঙে রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা দেখুন, বেশি চুলকুনি পেলে আইটেম-নায়িকাদের খুঁটি ধরে নৃত্য। তার বেশি এগোবেন না। পৃথিবীর পাপের বোঝা উপচীয়মান, নোয়ার নৌকোয় অগ্রিম বুকিং করুন। বিদেশি রগরগে ফিলিম দেখবেন না। ইন্টারনেটে পর্নো তো একেবারেই না, বাই চান্স ক্লিক করে ফেললে চোখ বন্ধ করে রাখবেন। নচেৎ সংস্কৃতির অবমাননার দায়ে ঈশ্বর আপনাকে বাম্বু দেবেন। কল্কি অবতার আগতপ্রায়, একুশে-আইনও আর বেশি দূরে নেই। সাধু সাবধান।
বাজে কথা শুনবেন না। লোকসভায় নেতাদের লেকচার শুনুন, আশ্রমে গিয়ে সাধুসন্তদের বাণী। পিকনিকে লুঙ্গি ডান্স শুনুন, ইন্টারনেটে মীরার ভজন। পুলিশের কাছে ধাতানি শুনুন, বস-এর কাছে দু’কথা। যা খুশি শুনুন, শুধু প্রেমিকের কথা শুনে ঘরে ঢুকে একান্তে শরীর করতে যাবেন না। দিনকাল বদলে গেছে, পাপকাজ করে আর রেহাই পাওয়া যাবে না। খুচখাচ পার্ক-টার্ক থেকে তোলা আদায়ের যুগ শেষ, এখন বাজে কথায় কান দেওয়া আটকাতে এসে গেছে মুম্বই মডেল। কুপরামর্শ শুনেছেন কি পুলিশ কপাকপ কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে সোজা টিভির পরদায় দেখিয়ে দেবে। তখন মান-সম্মান নিয়ে টানাটানি, পাড়ায় মুখ দেখাতে পারবেন না। গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না।
বাজে কথা বলবেন না। বিপজ্জনক জায়গায়, অর্থাৎ ব্লগে বা ফেসবুকে তো একেবারেই না। মানুষের ভাবাবেগ খুব দামি, না বুঝেশুনে কথা বললে কখন কার নরম জায়গায় লেগে যাবে, তখন ঠেলা বুঝবেন। অল্পের উপর দিয়ে গেলে ফেসবুক আপনার কমেন্ট মুছে দেবে, আর কপাল অধিক মন্দ হলে চাপাতি দিয়ে মুন্ডু কেটে গেন্ডুয়া খেলা হবে। তার চেয়ে জোরে জোরে গীতা পড়ুন। স্টেজে উঠে ‘নমস্কার আমি এখন কবিগুরুর প্রশ্ন কবিতাটি আবৃত্তি করছি’ বলে চিল চিল্লান। বাথরুমে গিয়ে ‘পুরানো সেই দিনের কথা’ গুনগুনান। কেউ আটকাবে না।

Advertisement

মনে রাখবেন, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। স্বাধীনতা মানে হল নানা ব্র্যান্ডের দাদাদের পছন্দ মেনে যা-খুশি করার অধিকার। নিজের অধিকারের সীমা মেনে চলুন। রাস্তায় প্যান্ট খুলে হিসি করুন, শনিপুজোয় সারা রাত বক্স বাজিয়ে পড়শিদের ঘুমের বারোটা বাজান, তোলা তুলুন, মস্তানি করুন, কেউ আপনাকে আটকাবে না। শুধু শুভবুদ্ধি আর নীতিশিক্ষা বিসর্জন দেবেন না। ঐতিহ্য মেনে চলুন, ‘হাম্বা’র সূত্রমতে উপকথার তিন বাঁদরকে থ্রি-ইন-ওয়ান হয়ে নিজ অঙ্গে ধারণ করুন। আপনার সিদ্ধি কেউ আটকাতে পারবে না।

Advertisement

bsaikat@gmail.com

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement