IOCL Recruitment 2026

হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী চাই, ইন্ডিয়ান অয়েল সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি

চুক্তির ভিত্তিতে এক জনকে নিয়োগ করা হবে। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, ফিজিক্স অথবা এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিষয়ে স্নাতক হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১২
Share:

ইন্ডিয়ান অয়েল।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ কর্মখালি। সংস্থার তরফে হলদিয়া রিফাইনারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে আইওসিএল-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে এক জনকে নিয়োগ করা হবে। আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, ফিজিক্স অথবা এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিষয়ে স্নাতক হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

ইন্টারভিয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে আইওসিএল-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৫ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইওসিএল-র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement