রবিবাসরীয় ম্যাগাজিন

র‌্যাগিংয়ের দায়ে শাস্তিপ্রাপ্ত চার ছাত্রের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রারকে একটানা ৯৬ ঘণ্টা ঘেরাও করে রাখার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হল। কর্তৃপক্ষ বিক্ষোভরত ছাত্রদের বার্তা পাঠিয়েছিলেন, অন্তত ১০০ ঘণ্টা অবরোধ করে যেন তারা সর্বকালীন রেকর্ড গড়ে। কিন্তু গতকালই বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুটবল লিগ উদ্বোধন ছিল।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৪ ০১:১২
Share:

Advertisement

র‌্যাগিংয়ের দায়ে শাস্তিপ্রাপ্ত চার ছাত্রের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রারকে একটানা ৯৬ ঘণ্টা ঘেরাও করে রাখার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হল। কর্তৃপক্ষ বিক্ষোভরত ছাত্রদের বার্তা পাঠিয়েছিলেন, অন্তত ১০০ ঘণ্টা অবরোধ করে যেন তারা সর্বকালীন রেকর্ড গড়ে। কিন্তু গতকালই বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুটবল লিগ উদ্বোধন ছিল। তাতে শাহরুখ-সলমন-আমিরের (নতুন করে বন্ধু হওয়ার পর এটাই তাঁদের প্রথম একসঙ্গে অনুষ্ঠান) লাইভ পারফরমেন্স। নিন্দুকরা বলছে, সেই আকর্ষণেই ছাত্ররা রণে ভঙ্গ দেয়। তবে, অবরোধ-বিষয়ে কালই সন্ধেবেলায় রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক বসেছিল। তিন ঘণ্টা আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। এ বার থেকে রাজ্যের প্রধান ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রারদের বাধ্যতামূলক ছ’সপ্তাহের ক্র্যাশ কোর্স করতে হবে, যাতে অনেক ক্ষণ ঘেরাও হলেও তাঁরা টেনশনমুক্ত থাকতে পারেন। এ ছাড়া তাঁদের ঘরে অ্যাটাচ্ড বাথ, টিভি, ফ্রিজ, ড্রাই ফুড কর্নারের ব্যবস্থা করার বিষয়ে কথা চলছে।

তবে মুখ্য সিদ্ধান্ত হল, কলকাতার বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের ঘর থেকে নিকটবর্তী পুলিশ স্টেশন পর্যন্ত গোপন সুড়ঙ্গ কাটা। মুখ্যমন্ত্রী এই কাজের ভার দিতে চান মেট্রো রেলের কাজ করে যাওয়া জার্মান সংস্থাকে। এটা ঠিকঠাক গড়া হলে, উপাচার্য টানেল ধরে থানায় পৌঁছে, পুলিশজিপে বাড়ি গিয়ে, খেয়ে-ঘুমিয়ে, পর দিন একই রাস্তায় ফিরে এসে অফিসে বসে পড়তে পারবেন। এই খবর ছড়িয়ে পড়তেই ছাত্রদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। এক দল এ বার থেকে উপাচার্যের চেয়ারটার চারপাশে বসে-দাঁড়িয়ে ঘেরাও করতে চান। অন্য দলের বক্তব্য, সেটা শিষ্টাচারবিরোধী হবে। তার চেয়ে, উপাচার্যের ঘরের পাশাপাশি, কাছের থানাও ঘেরাও করা হোক।

Advertisement

সরিৎশেখর দাস, নোনাচন্দনপুকুর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement