Potol Recipe

ফ্রিজে পটল পড়ে থাকছে? দুপুরে বানিয়ে নিতে পারেন কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি

পটল খেতে ভাল না বাসার মানুষ অনেক। যাঁরা খান, তাঁদেরও অনেকে ভাজা বা দোলমা জাতীয় রান্না খেতে পছন্দ করেন। পটলের ডালনা বা অন্য কোনও তরকারি পটল পড়লেই মুখ বেঁকে যায় তাঁদের। ফলে পটল বাড়িতে আনলেও পড়ে থেকে নষ্ট হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৩:০৬
Share:

ছবি : বিথীকা’জ় কিচেন।

পটল দেখলেই কি মুখ বেঁকে যায়! ছাঁকা তেলে ভাজা না হলে বা ভিতরে পুর দিয়ে দোলমা না বানালে কি মুখে রোচে না? গরমের এই সময়ে বাজারে টাটকা পটলের ছড়াছড়ি। হয়তো বাজার থেকে তাজা পটল কিনেও এনেছেন। কিন্তু ভাজা আর কতই বা খাওয়া যায়। এ দিকে দোলমা বানানোর অনেক ঝক্কি। ফলে টাটকা সব্জি ফ্রিজে পড়ে শুকোচ্ছে। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে বানাতে পারেন কাঁচা আম দিয়ে পটলের চচ্চড়ি। বানানোর পদ্ধতি সহজ। খেতেও সুস্বাদু।

Advertisement

কী ভাবে বানাবেন?

ছবি : বিথীকা’জ় কিচেন।

উপকরণ:

Advertisement

৮-১০টি পটল

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

১/২ চা চামচ কালো জিরে

২-৩টি কাঁচালঙ্কা কুচি

১টি মাঝারি পেঁয়াজ কুচি

৩-৪ টেবিল চামচ কাঁচা আম কোরানো

২ টেবিল চামচ সর্ষে বাটা

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রণালী:

প্রথম পটল ধুয়ে খোসার বাইরের অংশটি চেঁচে নিয়ে সরু সরু টুকরোয় কেটে নিন।

এ বার একটি কড়াই বা প্যানে পটলের সঙ্গে বাকি সমস্ত উপকরণ এক সঙ্গে মিশিয়ে ভাল করে হাতে মেখে নিন।

এ বার সব কিছু সমেত কড়াই বা প্যান আঁচে বসান। চাপা দিয়ে এক দম কম আঁচে রান্না করুন। যত ক্ষণ না পটল নরম হচ্ছে তত ক্ষণ। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন। তবে বেশি নয়। শুধু ভিজে ভাব রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই।

পটল সেদ্ধ হয়েছে বুঝলে এবং তেল ছেড়ে এলে সামান্য নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন।

গরম ভাত এমনকি রুটির সঙ্গেও ভাল লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement