ডিম দিয়েই হবে স্বাদবদল। ছবি: সংগৃহীত।
প্রাতরাশ হোক বা দুপুর কিংবা রাতের খাবার, যে কোনও সময়েই হিট উপকরণ, ডিম। পকেটসই তো বটেই, পুষ্টিগুণেও জোরদার। তবে চিরচেনা পোচ, অমলেট বা কষা ডিম ছেড়ে নতুন রেসিপিতে ডিম হয়ে উঠতে পারে আরও স্বাদু। চটজলদি মেলে এমন কিছু উপকরণ দিয়ে সহজে বানানো যায়, আবার স্বাদও লোভনীয়— এমন কোনও পদ যদি জানা থাকে, তা হলে তো কথাই নেই! ডিম দিয়ে স্বাদবদল করতে এ বার বানিয়ে ফেলুন চিলি মিলি এগ।
উপকরণ:
৫ টি সেদ্ধ ডিম
৩ টেবিল চামচ ময়দা
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ আদা রসুন বাটা
১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
স্বাদ মতো নুন, চিনি
২ টেবিল চামচ রসুন কুচি
৫-৬ টি চেরা কাঁচালঙ্কা
১ টি ক্যাপসিকাম (চৌকো করে কাটা)
১ টি বড় পেঁয়াজ (চৌকো করে কাটা)
১ টেবিল চামচ রেড চিলি সস্
১ টেবিল চামচ গ্রিন চিলি সস্
২ টেবিল চামচ টম্যাটো সস্
১ টেবিল চামচ ভিনিগার
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
২ টেবিল চামচ সয়া সস্
২-৩ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি
পরিমাণ মতো সাদা তেল
প্রণালী:
প্রথমে একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার সেদ্ধ ডিমগুলি চার টুকরো করে কেটে ময়দার মিশ্রণে ডুবিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। এ বার একটি ননস্টিক পাত্রে তেল দিয়ে আঁচ বাড়িয়ে দিন। তেল খুব গরম করে তাতে রসুন কুচি দিয়ে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করুন। এ বার একে একে সব সস্ দিয়ে দিন। ভাল করে মিশিয়ে সামান্য জল আর নুন, চিন দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ডিমগুলি দিয়ে দিন। এক মিনিট পরে সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন কড়াইতে। গ্রেভি মাখ মাখ হয়ে এলে উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ পাতার কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিলি মিলি এগ।