Biryani Recipe

প্রন ফ্রায়েড রাইস রেসিপি

খাবেন তো ভাত। তাতে বাইরে গিয়ে টাকা খরচ করবেন কেন? বাড়িতে বানিয়ে নিলেই হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৭
Share:

ছবি: পৌলমী মল্লিক কুণ্ডু।

পৃথিবীতে চিনা খাবারের চাহিদা সবচেয়ে বেশি। খাতায় কলমে বিষয়টি প্রমাণিত হয়ে গিয়েছে আগেই। আমাদের দেশেও অবস্থাটা তাই। বাইরে খাওয়ার কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে হাক্কা নুডলস, চিলি চিকেন এবং ফ্রায়েড রাইস।

Advertisement

কিন্তু খাবেন তো ভাত। তাতে বাইরে গিয়ে টাকা খরচ করবেন কেন? বাড়িতে বানিয়ে নিলেই হয়।

প্রন ফ্রায়েড রাইসের রেসিপি রইল আপনাদের জন্য, যা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।

Advertisement

কী কী লাগবে

বাসমতী চাল: ১ কাপ

ডিম: ৩টে বড়

প্রন: ছোট হলে ১ কাপ (বড় হলে ৭-৮টা)

পেঁয়াজ: ১টা মাঝারি (কুচনো)

রসুন: ৪-৫ কোয়া (থেঁতো করা)

পেঁয়াজ কলি: ২ আঁটি

গাজর: ১টা (সরু করে কাটা)

ক্যাপসিকাম: অর্ধেকটা (কুচনো)

ফিশ সস: ২-৩ চা চামচ

সয় সস: ১ চা চামচ

ওয়েস্টার সস: ১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো: ১ চা চামচ

নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন

চাল ফুটিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। ২ চা চামচ জল দিয়ে ডিম ফেটিয়ে নিন। নুন ও মরিচ গুঁড়ো দিয়ে ভেজে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে আলাদা করে রাখুন। কড়াইতে তেল গরম করে প্রন নুন ও গোল মরিচ গুঁড়ো ছড়িয়ে ভেজে সরিয়ে রাখুন। ওই তেলেই রসুন দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না বাদামি হচ্ছে। এ বার পেঁয়াজ দিয়ে স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। তারপর পেঁয়াজকলি ছাড়া সব সব্জি দিয়ে দিন। সব্জি নরম হতে শুরু করলে স্ক্র্যাম্বলড এগ ও ফ্রায়েড প্রন দিন। এরপর ভাত ও নুন দিয়ে দিন। সব সস দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না সব সব্জি ভাল করে ভাতের সঙ্গে মিশে যাচ্ছে। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে কুচনো পেঁয়াজকলি ও ডিম ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন প্রন ফ্রায়েড রাইস।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন