Technology

হোয়াটসঅ্যাপের এই অসাধারণ ফিচারগুলি সম্বন্ধে জানেন তো?

স্মার্টফোন হাতে থাকা মানেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রায় সারা দিনই চলে মেসেজ, গ্রুপ চ্যাট, অডিও, ভিডিও আদানপ্রদান। সম্প্রতি অনেক নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এক নজরে দেখে নিন কী সেগুলি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১২
Share:
০১ ১১

আপনি চান না, শেষ কখন নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনলাইন হয়েছেন সবাইকে জানাতে। কিন্তু মেসেজ পড়াও জরুরি। তার জন্য রয়েছে ব্যবস্থা। নিজের অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘লাস্ট সিন’ অপশন ‘নোবডি’ করে দিন। স্ক্রল ডাউন করে যান ‘রিড রিসিপটস’-এ। দেখুন একটা রাইট চিহ্ন রয়েছে। আনচেক করুন। ব্যস কেল্লাফতে! সবার চোখের আড়ালেও রইলেন, আবার মেসেজ পড়াও হয়ে গেল।

০২ ১১

হোয়াটসঅ্যাপ খুলেই যাদের প্রথম মেসেজ পাঠান, আপনার সেই পছন্দের তালিকাকে আগে নিয়ে আসতে চান? কী করবেন? তাদের নামের উপর খানিক ক্ষণ চেপে ধরে রাখুন, একটা ‘অ্যাড চ্যাট সর্টকাট’ অপশন দেবে। ক্লিক করলেই, ফোনের হোম স্ক্রিনে তাদের অ্যাকাউন্ট চলে আসবে।

Advertisement
০৩ ১১

গ্রুপ চ্যাটে আপনার পাঠানো মেসেজের ডান দিকে দু’বার ব্লু টিক দেখলেই তো বোঝেন যে, ম্যাসেজটি রিড হয়েছে। এখন আপনি জানতে চান, মেসেজটি ঠিক কখন পড়া হয়েছে। তার জন্য, মেসেজের উপর খানিকক্ষণ প্রেস করে রাখুন, অ্যাড্রেস বারে ‘ইনফো’ অপশন আসবে। সেখানে ক্লিক করলেই দেখা যাবে, মেসেজটি কারা এবং ঠিক কখন পড়েছেন।

০৪ ১১

বন্ধুর জন্য অনেক ক্ষণ অপেক্ষা করছেন। জানতে চান সে কোথায় আছে? আদৌ আসছে কী না? তাকে বলুন লোকেশন অপশনে গিয়ে, নিজের অবস্থান জানাতে। যদি কেউ গুগল ম্যাপ থেকে লোকেশন পাঠিয়ে বোকা বানাতে চায় সেটাও বোঝা যাবে। কারণ একমাত্র হোয়াটসঅ্যাপ লোকেশনেই জায়গার নাম ও ঠিকানা দেখায়।

০৫ ১১

নিজের গুরুত্বপূর্ণ চ্যাটের জন্য সেট করে রাখুন আলাদা আলাদা নোটিফিকেশন টোন। চ্যাটের উপরে বাঁ দিকের অপশনে গিয়ে দেখুন ‘ভিউ কনট্যাক্ট’ বা ‘গ্রুপ ইনফো’। এ বার ক্লিক করুন ‘কাসটম নোটিফিকেশনস’।

০৬ ১১

৩জি এবং ৪জি ইন্টারনেটের যুগে, স্পিড এবং ডেটা ইউসেজ নিয়ে কেউ তেমন মাথা ঘামান না। তবে খুব কম মোবাইল ডেটা খরচ করে অ্যাপটি ব্যবহার করার অপশনও রেখেছে হোয়াটসঅ্যাপ। তার জন্য, সেটিংসে গিয়ে ‘ডেটা ইউসেজ’ অপশনে গিয়ে ‘লো ডেটা ইউসেজ’-এ ক্লিক করুন।

০৭ ১১

নতুন মোবাইল কিনেছেন? সিমও নতুন? হোয়াটসঅ্যাপে সব পুরনো নম্বরগুলো ফিরে পাবেন সহজেই। নিজের অ্যাকাউন্টে গিয়ে ‘চেঞ্জ নম্বর’-এ যান। দু’টো অপশন দেবে। প্রথমটাতে নিজের পুরনো মোবাইল নম্বর এবং পরে নতুন নম্বর টাইপ করুন। আগের সব নম্বরের ব্যাকআপ দিয়ে দেবে।

০৮ ১১

গ্রুপ চ্যাটে অসংখ্য মেসেজের মধ্যে নিজের দরকারি মেসেজটি সহজেই খুঁজে পেতে চান? কী করবেন? সেটিংস-এ গিয়ে ‘স্টারড ম্যাসেজ’ অপশনে ক্লিক করুন। আপনার পছন্দের মেসেজগুলি হাইলাইটেড হয়ে যাবে।

০৯ ১১

ছোট স্ক্রিনে মেসেজ পড়তে অসুবিধা হলে তার জন্যও রয়েছে ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ ওয়েব পেজ অপশনে যান। ‘কিউ আর’ কোড দেবে, তার সঙ্গে ব্রাউসারের ‘কিউ আর’ কোড ম্যাচ করলেই খুলে যাবে অ্যাকাউন্ট।

১০ ১১

সেটিংস-এ গিয়ে নোটিফিকেশন অপশনে ক্লিক করুন। ‘পপ আপ নোটিফিকেশন’ খুলবে। এ বার সেখানে নিজের মেসেজ টাইপ করে পাঠিয়ে দিন। আপনার কথোপকথন আর অন্য কেউ দেখতে পাবে না।

১১ ১১

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফন্ট স্টাইল। বোল্ড করার জন্য টাইপ করুন, *হ্যালো*, আইটালিকের জন্য -হ্যালো- এবং স্ট্রাইক থ্রু-র জন্য ~হ্যালো~।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement