অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকে জয় দুই ভারতীয় ইঞ্জিনিয়ারের

মার্কিন আদালতে জয় হল দুই ভারতীয় ইঞ্জিনিয়ারের। তাঁদের বানানো মাইক্রোচিপ প্রযুক্তির পেটেন্ট চুরির দায়ে মোটা অঙ্কের জরিমানা হল মার্কিন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর। তাদের একটি আবিষ্কারের পেটেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করার জন্য ম্যাডিসনের উইস্‌কনসিন বিশ্ববিদ্যালয় একটি মামলা দায়ের করেছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ১৫:৩৮
Share:

মার্কিন আদালতে জয় হল দুই ভারতীয় ইঞ্জিনিয়ারের। তাঁদের বানানো মাইক্রোচিপ প্রযুক্তির পেটেন্ট চুরির দায়ে মোটা অঙ্কের জরিমানা হল মার্কিন বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর। তাদের একটি আবিষ্কারের পেটেন্ট অনুমতি ছাড়াই ব্যবহার করার জন্য ম্যাডিসনের উইস্‌কনসিন বিশ্ববিদ্যালয়ের দুই ভারতীয় ইঞ্জিনিয়ার গুরিন্দার সোহি ও তেরানি বিজয় কুমার একটি মামলা দায়ের করেছিলেন।

Advertisement

মার্কিন আদালতের বিচারক রায় দিতে গিয়ে বলেছেন, ‘‘আগাম কোনও অনুমতি ছাড়াই একটি মাইক্রো-চিপ প্রযুক্তি আইফোন আর আইপ্যাডে ব্যবহার করছিল অ্যাপল।’’ অ্যাপলকে জরিমানা বাবদ ২৩ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

উইস্‌কনসিন অ্যালামনি রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা কার্ল গুলব্র্যান্ডসেন বলেছেন, ‘‘আদালত আমাদের আবিষ্কারকে সম্মান জানাল বলে আমরা খুশি।’’

Advertisement

অ্যাপলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংস্থা সূত্রের খবর, তারা উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন