Massenger

সাবধান, ফেসবুক মেসেঞ্জারে ‘বন্ধু’র পাঠানো এই মেসেজে ক্লিক করবেন না

সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই ল্যাবের দাবি, ফেসবুক মেসেঞ্জারে ঘুরে বেড়াচ্ছে নানা বিপজ্জনক অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার লিঙ্ক। ক্লিক করলেই খুলে যাচ্ছে বিজ্ঞাপনের সাইট। সে সব সাইট থেকে অর্থ কামাচ্ছে সাইবার অপরাধীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৭ ১৫:৪০
Share:

মেসেঞ্জারে ফাঁদ!

ম্যালওয়্যারের শিকার এ বার ফেসবুক মেসেঞ্জারও। সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কাই ল্যাবের দাবি, ফেসবুক মেসেঞ্জারে ঘুরে বেড়াচ্ছে নানা বিপজ্জনক অ্যাডওয়্যার এবং ম্যালওয়্যার লিঙ্ক। ক্লিক করলেই খুলে যাচ্ছে বিজ্ঞাপনের সাইট। সে সব সাইট থেকে অর্থ কামাচ্ছে সাইবার অপরাধীরা।

Advertisement

আরও পড়ুন- হোয়াট্‌সঅ্যাপে এই মেসেজ পেলেই সতর্ক হোন

কী ভাবে বুঝবেন?

Advertisement

অপরিচিত ব্যক্তি থেকে নয়, একেবারে কাছের বন্ধুর নাম করেই আসতে পারে এমন মেসেজ। যেমন “ডেভিড ভিডিও” নামে ঘোরাফেরা করছে একটি মেসেজ। সেখানে ক্লিক করলে একটি বিট.লি লিঙ্ক ফরোয়ার্ড হয়ে গুগল ডক পেজ খুলছে। সেখানে ওই ফেসবুক ফ্রেন্ডের ছবিসুদ্ধ একটি ভিডিও রয়েছে। এই ভিডিও ক্লিক করলেই বেশ কিছু অযাচিত ওয়েবসাইট খুলে যাচ্ছে। ক্যাসপারস্কাই ল্যাবের সিনিয়র সিকিউরিটি গবেষক ডেভিড জেকবি বলেন, “এই সব ওয়েবসাইট খুলে যাওয়া মানেই কুকিজ ঢুকে যাচ্ছে ব্রাউজারে, যার ফলে ইন্টারনেটে আপনার অ্যাকটিভিটি নজরে রাখছে তারা।”

আরও পড়ুন- আগামী মাসেই বাজারে আসছে আইফোন ৮, জেনে নিন এর ফিচারগুলি

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মেসেজ আপনার ভুয়ো ফেসবুক বন্ধুর হাত ধরে আসছে। যার ফলে ক্লিক করার সম্ভবনাও বেশি থাকে। সে ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ারও আশঙ্কা থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement