Blue Ghost

চাঁদে পৌঁছল ‘জোনাকি’

উৎক্ষেপণের ৪৬ দিন পরে, ভারতীয় সময় আজ দুপুর ২টো নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করেছে ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’-এর সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৭:৫৮
Share:

চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করার পরে সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’। ছবি: পিটিআই।

চাঁদের মুখের উপরে আলতো করে বসল পৃথিবী থেকে উড়ে যাওয়া ‘জোনাকি’। উৎক্ষেপণের ৪৬ দিন পরে, ভারতীয় সময় আজ দুপুর ২টো নাগাদ চন্দ্রপৃষ্ঠে সফল ভাবে অবতরণ করেছে ‘ফায়ারফ্লাই অ্যারোস্পেস’-এর সওয়ারিবিহীন মহাকাশযান ‘ব্লু গোস্ট’। চাঁদের মাটি ছোঁয়া দ্বিতীয় বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান এটি।

চাঁদের যে দিক সব সময়ে পৃথিবীর মুখোমুখি থাকে, সেখানেই অবতরণ করেছে ৬.৬ ফুট লম্বা মহাকাশযানটি। নেমেই ছবিও পাঠিয়েছে। ‘সি অব ক্রাইসিস’ বা সঙ্কটের সাগর নামে চাঁদের যে বিরাট গহ্বর পৃথিবী থেকে দৃশ্যমান, সেখানে আবিষ্কারের লক্ষ্য নিয়ে গিয়েছে মহাকাশযানটি। ব্লু গোস্ট আসলে এক ধরনের আমেরিকান জোনাকি পোকা। তারার মতো দপদপ করে নয়, নীল আলোয় অপলক জ্বলে সেগুলি। গত ১৫ জানুয়ারি ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের উৎক্ষেপণ যানে চেপে রওনা হয়েছিল টেক্সাস ভিত্তিক মহাকাশ সংস্থা ‘ফায়ারফ্লাই’-এর ল্যান্ডার ব্লু গোস্ট। এই অভিযানে নাসা এবং বিভিন্ন বেসরকারি সংস্থাও যুক্ত রয়েছে।

চাঁদের মাটিতে প্রথম বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান অবতরণ করে গত বছরের ২২ ফেব্রুয়ারি। গ্রিক পৌরাণিক চরিত্রের নামে নাম দেওয়া হয়েছিল সেটির— ‘ওডিসিউস’।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন