টুকরো খবর

মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে কুমিরকে কাপড় কাচার কাঠ দিয়ে পিটিয়ে তাড়ালেন মা। শুক্রবার বডোদরা জেলার একটি গ্রামের ঘটনা। ৫৮ বছরের দিয়ালিনেন ভানকার তাঁর ১৯ বছরের মেয়ে কান্তাকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিলেন। কান্তা নদীতে স্নান করার সময় একটি কুমির তাঁর ডান পা কামড়ে ধরে। ভানকার নদীর পাড়ে বসে কাঠ দিয়ে কাপড় কাচছিলেন।

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৫ ০২:৫০
Share:

কুমির পিটিয়ে মেয়েকে বাঁচালেন মা

Advertisement

মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে কুমিরকে কাপড় কাচার কাঠ দিয়ে পিটিয়ে তাড়ালেন মা। শুক্রবার বডোদরা জেলার একটি গ্রামের ঘটনা। ৫৮ বছরের দিয়ালিনেন ভানকার তাঁর ১৯ বছরের মেয়ে কান্তাকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিলেন। কান্তা নদীতে স্নান করার সময় একটি কুমির তাঁর ডান পা কামড়ে ধরে। ভানকার নদীর পাড়ে বসে কাঠ দিয়ে কাপড় কাচছিলেন। চিৎকার শুনে তিনি নদীতে নেমে কান্তার একটি হাত টেনে ধরে কাপড় কাচার কাঠটি দিয়ে কুমিরের চোয়ালে মারতে থাকেন। পালিয়ে বাঁচে কুমির। জখম কান্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

খেলায় মত্ত ১৪ সপ্তাহের দুই সিংহ শাবক।
শনিবার শ্লোভাকিয়ার বোজনিসের একটি চিড়িয়াখানায়।
ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement