টুকরো খবর

হাতি-মানুষের সংঘাত কমাতে এবার আলাদা কমিটি গড়ে তদারকি করতে উদ্যোগী হল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ (ডব্লিউডব্লিউএফ) ফান্ড। উত্তরবঙ্গের জন্য দুটি কমিটি তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে ডব্লিউডব্লিউএফের পক্ষ থেকে। মঙ্গলবার শিলিগুড়ি লাগোয়া সুকনায় বন দফতরের কক্ষে তিনদিনের প্রশিক্ষণ শিবির শুরু হল।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৫ ০২:৩০
Share:

হাতি-মানুষে সংঘাত কমাতে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

Advertisement

হাতি-মানুষের সংঘাত কমাতে এবার আলাদা কমিটি গড়ে তদারকি করতে উদ্যোগী হল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ (ডব্লিউডব্লিউএফ) ফান্ড। উত্তরবঙ্গের জন্য দুটি কমিটি তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে ডব্লিউডব্লিউএফের পক্ষ থেকে। মঙ্গলবার শিলিগুড়ি লাগোয়া সুকনায় বন দফতরের কক্ষে তিনদিনের প্রশিক্ষণ শিবির শুরু হল। বন দফতরের পক্ষ থেকে এ ব্যপারে সম্পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানান উত্তরবঙ্গের মুখ্য বনপাল তাপস দাস। আপাতত উত্তরবঙ্গের জন্য দুটি কমিটি তৈরি হলেও পরে নেপালেও একটি কমিটি তৈরি করা হবে বলে জানান ডব্লিউডব্লিউএফের কো-অর্ডিনেটর সঙ্গীতা মিত্র। প্রতিটি দলে একসঙ্গে ১০ জন করে স্বেচ্ছাসেবক থাকবে। তবে স্কোয়াডে থাকবে আরও কিছু স্বেচ্ছাসেবক। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হবে বলে তিনি জানান। মূলত ভারত –নেপাল সীমান্তের মেচি এলাকায় হাতি-মানুষের সংঘাত কমানোই তাঁদের প্রাথমিক প্রকল্পের মধ্যে রয়েছে। এদিন ৪৫ জনকে নিয়ে প্রশিক্ষণ হয়। তাঁদের তিনদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। শেষদিন হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এদিন উপস্থিত হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, ‘‘ আমরা এ কাজ করতে গিয়ে বহু অভিজ্ঞতা অর্জন করেছি। তা ভাগ করে নিতে চাইব ডব্লিউডব্লিউএফের সঙ্গে।’’ গত পাঁচ বছরে উত্তরবঙ্গের বনগুলিতে হাতির সংখ্যা তিন গুণ বেড়়েছে বলে জানানো হয়েছে।

পশু-বৃদ্ধাশ্রম তৈরির ভাবনা

Advertisement

পশুদের বৃদ্ধাশ্রম তৈরিতে জমি দেওয়ার আহ্বান জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার রাতে বর্ধমানের টাউন হলের এক সভায় এসেছিলেন পশুপ্রেমী তথা তৃণমূল বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়। সেখানেই স্বপনবাবু বলেন,“রাস্তাঘাটে দুর্ঘটনায় পশু মৃত্যু আটকাতে অবিলম্বে বৃদ্ধাশ্রম দরকার। প্রশাসন, পুরসভা ও নাগরিকদের আহ্বান অল্প জায়গার ব্যবস্থা করে দিলে প্রাণীসম্পদ দফতরের তরফে একটি বৃদ্ধাশ্রম তৈরি করা হবে।’’ অভিনেত্রী দেবশ্রী রায় পশুপাখীর প্রতি আরও সংবেদনশীল হওয়ার আবেদন জানান। শহরের পশুপ্রেমী তৃপ্তি চক্রবর্তীকে দেবশ্রী রায় ফাউন্ডেশনের তরফে সম্বর্ধনা দেওয়া হয়। তৃপ্তিদেবী বলেন, “মাঝেসাঝেই পশুদের ওপর অত্যাচারের খবর পেয়ে তাদের বাঁচাতে গেলে আমরা আক্রান্ত হই। অনেক সময় পুলিশি সাহায্যও মেলে না।” এসপি কুনাল অগ্রবাল যদিও পুলিশি সাহায্যের ব্যাপারে তৃপ্তিদেবীকে আশ্বস্ত করেন।

হাতির হানায় মৃত

দলছুট মত্ত দাঁতালের আক্রমণে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বানারহাট থানা এলাকার কারবালা চা বাগানে। মৃত ওই শ্রমিকের নাম নেলসন মুন্ডা (৩৫)। এদিন ভোর সাড়ে ৬ টা নাগাদ শ্রমিক বস্তি থেকে বেরিয়ে বাগানের ফুটবল মাঠে পায়চারি করতে গিয়েছিলেন তিনি। সে সময় হাতিটি হানা দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement