টুকরো খবর

চিতাবাঘের হামলায় মারা গেল এক চার বছরের শিশু। নাসিকের কাছে নিফাদ তহসিলে এই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধেয়।

Advertisement
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৫ ০২:১০
Share:

বাঘের হানায়

Advertisement

চিতাবাঘের হামলায় মারা গেল এক চার বছরের শিশু। নাসিকের কাছে নিফাদ তহসিলে এই ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধেয়।

Advertisement

বাঘের প্রমাণ

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

নামদাফায় বাঘ থাকার পাকা প্রমাণ মিলল। গত ২ মার্চ থেকে ১৪ এপ্রিল অবধি অরুণাচল প্রদেশের নামদাফা ব্যাঘ্র প্রকল্পে ক্যামেরা ট্র্যাপিং-এর কাজ চলেছে। নামে ব্যাঘ্র প্রকল্প হলেও, দীর্ঘদিন এই অরণ্যে বাঘ থাকার কোনও নির্দিষ্ট প্রমাণ ছিল না। কেবল বিষ্ঠার নমুনা থেকে বাঘ থাকার কথা জানা গিয়েছিল।

বাঘে নিয়ে গেল মৎস্যজীবীকে

নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। শুক্রবার সকালে গোসাবার পীরখালি জঙ্গলের কাছে একটি খাল থেকে মনতোষ মণ্ডল নামে ওই মৎস্যজীবীকে বাঘ মুখে করে তুলে নিয়ে যায়। ব্যাঘ্র প্রকল্প দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে বছর আটচল্লিশের মনতোষবাবু ও তাঁর স্ত্রী কৌশল্যা মণ্ডল এবং ওই গ্রামেরই এক বাসিন্দা কানাই মণ্ডল কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তাঁদের বাড়ি গোসাবার দয়াপুরে। বছরের এই সময়ে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া নিষিদ্ধ। বন দফতরের তরফে কাউকে মাছ ধরতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের এক কর্তা জানিয়েছেন, এ দিন মৎস্যজীবীরা ওই এলাকায় কাঁকড়া ধরার সঙ্গে জঙ্গলে মধু সংগ্রহও করতে ঢুকেছিলেন। কিন্তু তাঁদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না।

ঢুকল আরও এক হাতি

শনিবার গভীর রাত থেকে ময়ূরেশ্বর, মাড়গ্রাম, নলহাটি, মুরারই থানার বিস্তির্ণ অঞ্চলে একটিমাত্র দাঁতাল দাপিয়ে বেড়াচ্ছে। আর তাকে তাড়াতে গিয়েই হিমশিম খাচ্ছে বনদফতর। এরই মধ্যে শুক্রবার মুর্শিদাবাদ থেকে একটি হাতি সাঁইথিয়ার রেঞ্জের দিকে ঢুকে পড়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement