টুকরো খবর

গন্ডার মেরে খড়গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ফ্রেব্রুয়ারি মাসে গুলি করে গন্ডার মেরে খড়গ কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ শালকুমার হাট এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে ছিল।

Advertisement
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৫ ০৩:২১
Share:

গন্ডারের খড়গ কেটে ধৃত ১

Advertisement

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

গন্ডার মেরে খড়গ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ফ্রেব্রুয়ারি মাসে গুলি করে গন্ডার মেরে খড়গ কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ শালকুমার হাট এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে ছিল। উদ্ধার করা হয়েছিল দু’টি গাদা বন্দুক। আলিপুরদুয়ারের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতের সরকারী আইনজীবী মহম্মদ রফি বলেন, “এ দিন আলিপুরদুয়ার থানার পুলিশ এক্রামুল হককে আদালতে পেশ করে। বিচারক শুভব্রত ঘোষ অভিযুক্তের ৭ দিনের পুলিশ হেফাজাতের নির্দেশ দিয়েছেন।”

Advertisement

সর্পাঘাতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস

সাপের ছোবলে মৃত্যু হল এক প্রৌঢ়ের। ইন্দাস থানার রোল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোক রায় (৫২)। সোমবার রাতে অশোকবাবু বাড়ির পাশে মাঠে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর পায়ে একটি সাপ ছোবল মারে। অচৈতন্য অবস্থায় মাঠেই পড়েছিলেন তিনি। কিছুক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন মাঠে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। স্বাস্থ্যকেন্দ্র জানিয়েছে, বিষধর কোনও সাপের ছোবলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement