চিতাবাঘের হামলায় জখম
চা বাগানে গরু আনতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম হলেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে। জখম ব্যক্তি রাম কছুয়া নাগরাকাটার চেংমারি চা বাগানের বাসিন্দা। এ দিন গরু আনতে তিনি ধরণীপুরে আসেন। সেখানেই চিতাবাঘ তাঁর ঘাড়ে এবং বুকে কামড় বসিয়ে পালিয়ে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় চালসার মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এ দিনের ঘটনার পর বাগানে খাঁচা পাতার দাবিও করেছেন শ্রমিকেরা।
একলা বিশ্রামে।