মানবাজারে বন্ধ বনসৃজন
নিজস্ব সংবাদদাতা • মানবাজার
বনরক্ষী কমিটির সদস্যদের মধ্যে বিবাদের জেরে প্রায় দেড় মাস ধরে পোড়াডি বনাঞ্চল এলাকায় বনসৃজন আটকে রয়েছে বলে অভিযোগ উঠেছে। মানবাজারের রেঞ্জ অফিসার সুরেশ বর্মণের দাবি, ‘‘বনসৃজনে পোড়াডি বনরক্ষী কমিটির সুনাম রয়েছে। কিন্তু সম্প্রতি তাদের নিজেদের মধ্যে বিবাদ বেড়ে যাওয়ায় বনসৃজনের কাজ সাময়িক ভাবে বন্ধ রয়েছে। বৃহস্পতিবার গ্রামে গিয়ে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসেছিলাম। বন সৃজনের কাজ যাতে ফের শুরু করা যায়, সে জন্য তাঁদের বোঝানো হচ্ছে।’’
রাজার খেলা। আলিপুর চিড়িয়াখানায় রণজিৎ নন্দীর তোলা ছবি।
ভাল বাসা। বালুরঘাটে অমিত মোহান্তের তোলা ছবি।