টুকরো খবর

দুটি সাইকেলে চাপিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই শালকাঠ পাচারের সময় দুই পাচারকারিকে ধরে বনদফতরের হাতে তুলে দিল কুমারগ্রাম থানার পুলিশ ।শনিবার রাতে কুমারগ্রাম থানার দুর্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বনদফতর দু’টি সাইকেল সহ কাঠগুলি বাজেয়াপ্ত করেছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০৩:৩৪
Share:

চোরাই কাঠ পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

Advertisement

দুটি সাইকেলে চাপিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার চোরাই শালকাঠ পাচারের সময় দুই পাচারকারিকে ধরে বনদফতরের হাতে তুলে দিল কুমারগ্রাম থানার পুলিশ ।শনিবার রাতে কুমারগ্রাম থানার দুর্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বনদফতর দু’টি সাইকেল সহ কাঠগুলি বাজেয়াপ্ত করেছে। বনদফতর সুত্রে জানা গিয়েছে, ধৃত দুই পাচারকারির নাম বীরু দাস ও সাধুরা বর্মন দু’জনের বাড়ি কুমারগ্রামের হলদিবাড়ি গ্রামে। কুমারগ্রামের আইসি সোনমজী ওয়াংদি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অসমের জঙ্গল থেকে কাঠ কেটে সঙ্কোশ নদী পেড়িয়ে কুমারগ্রামে নিয়ে যাচ্ছিল তারা।

Advertisement

বন্দি ময়াল

রবিবার সকালে হিড়বাঁধের বাগাকদম জঙ্গল থেকে ময়াল উদ্ধার করে
বাসিন্দারা বনকর্মীদের তুলে দিলেন। হিড়বাঁধের রেঞ্জ আধিকারিক
শুকদেব মাহাতো বলেন, “ময়ালটির ওজন প্রায় ৩০ কেজি। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement