টুকরো খবর

বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর শক্তিরঞ্জন মণ্ডল জেলা বনাধিকারিকের কাছে এ নিয়ে অভিযোগ করেন। তাঁর দাবি, স্থানীয় তপন জানা বেআইনি ভাবে ঘোষপাড়া শিবমন্দিরের কাছের ওই গাছ কেটে নিয়েছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০১৫ ০৩:২৫
Share:

বেআইনি ভাবে গাছ কাটা, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

Advertisement

বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল বর্ধমান শহরের ১১ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের কাউন্সিলর শক্তিরঞ্জন মণ্ডল জেলা বনাধিকারিকের কাছে এ নিয়ে অভিযোগ করেন। তাঁর দাবি, স্থানীয় তপন জানা বেআইনি ভাবে ঘোষপাড়া শিবমন্দিরের কাছের ওই গাছ কেটে নিয়েছেন। তাঁর শাস্তিরও দাবি করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদেরও দাবি, ওই গাছটি বহু পুরনো। কাউকে না জানিয়ে তা কেটে নেওয়া বেআইনি। এলাকার বাসিন্দা গণেশ দাস, শ্যামল চক্রবর্তীরা বলেন, ‘‘অনেকেই তেতেপুড়ে এসে ওই গাছের ছায়ায় দাঁড়াতেন। অযথা গাছটি কেটে নেওয়ার প্রতিবাদ করে একজোট হয়ে আমরা ওই ব্যাক্তির শাস্তির আবেদন করছি। কাউন্সিলর রঞ্জিতবাবুর আরও দাবি, এর আগেও মালঞ্চ, ডিভিসি মোড় এলাকার গাছ বেআইনি ভাবে কেটে নেওয়া হয়েছে। জেলা বন আধিকারিক অজয়কুমার দাস বলেন, ‘‘এটি অবশ্যই বেআইনি কাজ। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

হাতির হামলায় মৃত বৃদ্ধ

চাপড়ামারি জঙ্গল লাগোয়া জলঢাকা নদীতে মাছ ধরতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার নাগরাকাটা থানার পুলিশ জলঢাকা নদীর চর থেকে ওই বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে। মৃতের নাম বিগলা মুন্ডা (৭০)। চাপড়ামারির জঙ্গল লাগোয়া কিলকোট চা বাগানের ৪ নম্বর লাইনে তাঁর বাড়ি বলে পুলিশ জানিয়েছে। গত মঙ্গলবার বিকেলে জলঢাকা নদীতে মাছ ধরতে এসেছিলেন তিনি। তার পর থেকেই তাঁর আর কোনও হদিশ মেলেনি। ওইদিন বিকেলেই হাতির হামলায় তার মৃত্যু হয় তাঁর বলে পুলিশ এবং বনকর্মীদের অনুমান। বুধবার নাগরাকাটা থানার জলঢাকা নদীতে ট্রাকে পাথর বোঝাই করার সময় ভারী পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সহরাই ওঁরাও। তাঁর বাড়ি নাগরাকাটার মংলু পাড়ায় বলে পুলিশ জানিয়েছে। দুটি মৃতদেহই এদিন ময়নাতদন্তের জন্যে জলপাইগুড়িতে পাঠিয়েছে পুলিশ।

চিতার হানায় জখম

কাজ থেকে ফেরার সময় চিতাবাঘের হামলায় এক মহিলা চা শ্রমিক গুরুতর জখম হয়েছেন। বুধবার বিকেলে শামুকতলার রায়ডাক চা বাগানের ঘটনা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম চা শ্রমিকের নাম পঞ্চমী এক্কা। তাঁর বাড়ি রায়ডাক চা বাগানের শ্রমিক মহল্লায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের দক্ষিণ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার জয়ন্ত মণ্ডল জানান, রায়ডাকের জঙ্গল থেকে কোনও ভাবে চিতাবাঘটি ওই বাগানে চলে এসেছে। মহিলা চা শ্রমিকের গলায়, ঘাড়ে ও পিঠে আঘাত রয়েছে। তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাগানে নজরদারি বাড়িয়ে প্রয়োজনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement