হাতির হানা
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া
প্রাতর্ভ্রমণে বেরিয়ে হাতির সামনে পড়ে গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বড়জোড়ার সয়েরগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়জোড়ার এই বাসিন্দা চণ্ডী রায় প্রতিদিন সকালে সয়েরগ্রামের কালী মন্দিরে প্রণাম করতে যান। এ দিন ফুল তোলার সময় এক দলছুট দাঁতালের সামনে পড়ে যান। দাঁতালটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। বন দফতরের বড়জোড়া রেঞ্জের আধিকারিক মোহন শীট বলেন, “বড়জোড়ায় ৩টি দলছুট ও ৩০টি দলমার হাতির একটি দল রয়েছে। একটি দলছুটের সামনে পড়ে যাওয়ায় এ দিন দুর্ঘটনায় আহত হন ওই বৃদ্ধ। তাকে দুর্গাপুরের ডিএসপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসার দায়িত্ব নিয়েছে বন দফতর।’’ উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় হাতির হানায় ওই এলাকারই কৃষ্ণনগর গ্রামে রুনু ভুঁই নামে এক গৃহবধূ জখম হন। তাঁকেও বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়েছে। পর পর দু’টি ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। রেঞ্জ অফিসার জানান, হাতিগুলি বিচ্ছিন্ন হয়ে ঘোরাঘুরি করায় অল্প লোকবল নিয়ে নজরদারিতে সমস্যা তৈরি হচ্ছে। তারমধ্যেও তাঁরা চেষ্টা চালাচ্ছেন। মানুষজনকেও সতর্ক থাকতে বলা হচ্ছে।
হাতির হানায় মৃত্যু
দাঁতালের হামলায় প্রাণ হারালেন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক মহিলা। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যানের দক্ষিণ রেঞ্জের তিন নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে। ৩১ নম্বর জাতীয় সড়কের থেকে সামান্য দূরেই জঙ্গলের ভেতরে ভবঘুরে মহিলা ঢুকে পড়লে দাঁতালের সামনে পড়ে যান বলেই বনকর্মীদের ধারণা। হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেটেলি থানার পুলিশ মাঝবয়সী ভবঘুরে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।