গাছ চুরির চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • হিঙ্গলগঞ্জ
গাছ চুরি রুখল পুলিশ। ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের বরুণহাট-রামেশ্বরপুর পঞ্চায়েত এলাকার। পূর্ত দফতরের রাস্তার পাশে শিশু গাছটি চুরির চেষ্টার অভিযোগে পুলিশ কয়েক জন যুবককের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে কয়েক জন মিলে রাস্তার পাশে থাকা বহু বছরের পুরনো একটি শিশু গাছ কাটে। সকালে উঠে গাছ কাটা দেখে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। বহু দিনের গাছটি কাউকে কিছু না বলে কাটার জন্য তাঁরা স্থানীয় পঞ্চায়েত, বিডিও, মহকুমাশাসককে বিষয়টি জানান। এ দিন ভোর রাতে ওই গাছটি হিঙ্গলগঞ্জের একটি করাতকলে চেরাইয়ের জন্য নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অভিযুক্তেরা পালায়। কাটা গাছটি হিঙ্গলগঞ্জ থানায় এনে রাখা হয়েছে।
বুনো হাতিদের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ শিবির
ছবি: দীপঙ্কর ঘটক।
গরুমারা জাতীয় উদ্যানের ধুপঝোরা বিটের গাছবাড়িতে শনিবার শুরু হয়েছে মাহুত এবং হাতিদের দেখভালের দায়িত্বে থাকা পাতাওয়ালা কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। পাঁচ দিনের ওই শিবিরে থাকছেন হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া। দশ জন মাহুত এবং ও পাতাওয়ালাকে নিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ প্রতি দিন ৬ ঘণ্টা করে চলবে। উত্তরবঙ্গে বুনো হাতিদের বণ্টন ও তাদের গতিবিধি, কুনকি হাতিদের চরিত্র-চালচলন-মেজাজ মর্জি নিয়ে ওই শিবিরে প্রথম দিনেই বক্তব্য রাখলেন পার্বতীদেবী। সহজ ভাষায় এ দিন তিনি মাহুতদের বুঝিয়ে দেন বুনো হাতিদের জীবন-যাত্রার কথা।
খুদের খাওয়া: শনিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।