টুকরো খবর

খুঁড়িয়ে হাঁটা একটি পাখিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করলেন এক যুবক। দেগঙ্গার গোঁসাইপুর বাজার এলাকার ওই যুবকের নাম আলম হোসেন। সাদা-কালো রঙের পাখিটি কী, তা নিয়ে জল্পনা আছে এলাকায়। বুধবার সকালে স্থানীয় একটি মেছো ভেড়ির পাশে আহত পাখিটিকে দেখতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন আলম।

Advertisement
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৪ ০২:০১
Share:

পাখি উদ্ধার দেগঙ্গায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা

পাখি হাতে আলম। —নিজস্ব চিত্র।

Advertisement

খুঁড়িয়ে হাঁটা একটি পাখিকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করলেন এক যুবক। দেগঙ্গার গোঁসাইপুর বাজার এলাকার ওই যুবকের নাম আলম হোসেন। সাদা-কালো রঙের পাখিটি কী, তা নিয়ে জল্পনা আছে এলাকায়। বুধবার সকালে স্থানীয় একটি মেছো ভেড়ির পাশে আহত পাখিটিকে দেখতে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন আলম। তাকে একটি খাঁচার মধ্যে রেখে শুরু করেন চিকিৎসা। আঘাত লাগা পায়ে মলম লাগিয়ে সেখানে কাপড় বেঁধে দেওয়া হয়। তত ক্ষণে অবশ্য পাখি ধরার খবর ছড়িয়ে পড়ায় আলমের বাড়িতে এলাকার লোকজন ভিড় করতে থাকেন। ওই যুবকের দাবি, প্রাথমিক ভাবে সুস্থ করার পরে বন দফতরের হাতে পাখিটিকে তুলে দেওয়া হবে।


একান্তে। কৃষ্ণনগরে মুনিয়া দম্পতি। —নিজস্ব চিত্র।


গিরগিটির ঢং। শ্যামনগরে তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement