টুকরো খবর

প্রবল জলের তোড়ে চা বাগানের নালার পাইপে আটকে মৃত্যু হল এক হস্তি শাবকের। মঙ্গলবার দুপুরে ভাটপাড়া চা বাগানের নালায় ওই হস্তিশাবকের দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি অপূর্ব সেন বলেন, “সাবকটির বয়স বছর ছয়েক। মনে হচ্ছে, জলের তোড়ে হাতিটি পাইপের মুখে আটকে গিয়ে মারা গিয়েছে।”

Advertisement
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:২৫
Share:

চা বাগানে নালার পাইপে আটকে মৃত্যু হস্তিশাবকের

Advertisement

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

উদ্ধার করা হচ্ছে হস্তিশাবকের মৃতদেহ। নারায়ণ দে-র তোলা ছবি।

Advertisement

প্রবল জলের তোড়ে চা বাগানের নালার পাইপে আটকে মৃত্যু হল এক হস্তি শাবকের। মঙ্গলবার দুপুরে ভাটপাড়া চা বাগানের নালায় ওই হস্তিশাবকের দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি অপূর্ব সেন বলেন, “সাবকটির বয়স বছর ছয়েক। মনে হচ্ছে, জলের তোড়ে হাতিটি পাইপের মুখে আটকে গিয়ে মারা গিয়েছে।” দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ভাটপাড়া চাবাগানের সিনিয়র সহকারী ম্যানেজার রত্নেশ্বর গুপ্তা জানান, বাগানের ১২ নম্বর সেকশনে এ দিন কোনও কাজ ছিল না। বাসিন্দার খবর দেন, বাগানের নালার হিউম পাইপে হাতি আটকে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, চা বাগানের ১২ নম্বর সেকশনের ওই নালাটি প্রায় ৯ ফুট গভীর। চওড়া প্রায় ১২ ফুট। হাতিটি নালায় পড়ে যায়। জলের তোড়ে সেটি উপরে উঠতে পারেনি। নালার জলে পাশাপাশি থাকা দুটি দেড় মিটারের ব্যাসের হিউম পাইপ দিয়ে বড় নালায় পড়ছে। নালার থেকে হিউম পাইপের মুখ ছোট হওয়ায় জলের গতি সেখানে বেশি। ওই জলের টানেই হাতিটি পাইপে আটকে যায়।

ক্যামেলিয়ন উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

সোমবার বেলপাহাড়ির কেচন্দা গ্রামের লাগোয়া একটি ঝোপ থেকে একটি ক্যামেলিয়ন উদ্ধার করেছিলেন স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার ওই গ্রামের বাসিন্দা তথা বেলপাহাড়ি থানার সিভিক ভল্যানটিয়্যার সিদ্ধার্থ পালের উদ্যোগে বিরল প্রজাতির সরীসৃপটিকে বন দফতরের ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় পাঠানো হয়।

হস্তিশাবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

মাস খানেকের একটি হস্তিশাবকের মৃত্যু হল গড়বেতায়। মঙ্গলবার সকালে গড়বেতা থানা এলাকার নরহরিপুর-কেষ্টপুর এলাকার ধান খেতে স্থানীয় বাসিন্দারা হাতিটিকে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয়, বন দফতরে। বনকর্মীরা গিয়ে দেখেন হাতিটি মারা গিয়েছে। বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, একটানা যাতায়াত সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে ছোট হাতিটির। ময়না-তদন্তের পর হাতিটির দেহ দাহ করে দেওয়া হয়েছে।” দলমা থেকে আসা হাতির দলটি এখনও পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতেই রয়েছে। সোমবার রাতে মাগুরাশোল জঙ্গল থেকে শিলাবতি নদী পেরিয়ে গড়বেতায় ঢুকেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement