৭০ হাতির উপদ্রব, বিক্ষোভ রেঞ্জ অফিসে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে বুধবার ভোরে তাণ্ডব চালাল ৭০টি হাতির দল। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত হল কলাবাগান, ধানসোল গ্রামের বেশ কয়েক বিঘা ধানজমি এবং দু’টি সাব মার্সিবল পাম্পের। ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ভৈরব মণ্ডল, শেখ আলিফ বলেন, “অতগুলি হাতির সামনে পড়ে নিরুপায় ভাবে ক্ষতি দেখে যেতে হল। কিছুই করতে পারলাম না।” এ দিন সকালে বন দফতরের বাঁকাদহ রেঞ্জ অফিসে হাতি তাড়ানো ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। রেঞ্জ অফিসার বিজয় চক্রবর্তী বলেন, “বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সদ্য ঢোকা হাতির দলটির দিকে নজর রাখছেন বনকর্মীরা।” অন্য দিকে, রাধানগর রেঞ্জের পাঁচাল গ্রামেও এ দিন ভোরে হামলা চালায় ৩০টি হাতির অন্য একটি দল। সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০ বিঘা জমির ধানের চারা। গ্রামবাসী তপন বন্দ্যোপাধ্যায়, সুব্রত মিশ্রদের ক্ষোভ, “বনকর্মীদের ডেকেও পাওয়া যায়নি। আমরা নিজেদের উদ্যোগে বহু কষ্টে হাতির দলকে তাড়িয়েছি। ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।” রাধানগর রেঞ্জের আধিকারিক অলোক আচার্য জানান, ক্ষতিগ্রস্তদের আবেদন করতে বলা হয়েছে।
সর্পদষ্ট হয়ে মৃত্যু
সাপের কামড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। মৃতেরা হলেন অজিত মণ্ডল (৫০) ও অর্পিতা মণ্ডল(২১)। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার সোনাডাঙ্গা গ্রামে। সোমবার রাতে বাবা ও মেয়ে বাড়ির বারান্দায় বারান্দায় ঘুমোনোর সময় তাঁদের সাপে ছোবল মারে। মঙ্গলবার দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
ময়াল উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হাসিমারা
প্রায় ১২ ফুট লম্বা ময়াল উদ্ধার হল হাসিমারা বায়ুসেনা এলাকায়। বুধবার সকালে নাগাদ ওই এলাকার আবাসন সংলগ্ন জঙ্গল পরিষ্কার করতে গিয়ে শ্রমিকরা অজগরটি দেখেন। বন্যপ্রাণ তিন বিভাগের কোদালবস্তি রেঞ্জের অফিসার চিত্তররঞ্জন রায় জানান, ময়ালটিকে বড়ডাবড়ির জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।