টুকরো খবর

প্রায় দেড় কেজি ওজনের গন্ডারের খড়্গ সহ দুজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার গোলকগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে বিমল রায়ের বাড়ি ধুবুরি থানার কাচারিহাট গ্রামে এবং জাকির শেখের গৌরীপুর থানার লালকুরা গ্রামে।

Advertisement
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫১
Share:

গন্ডারের খড়্গ পাচারে ধৃত ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ধুবুরি

প্রায় দেড় কেজি ওজনের গন্ডারের খড়্গ সহ দুজন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার গোলকগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের মধ্যে বিমল রায়ের বাড়ি ধুবুরি থানার কাচারিহাট গ্রামে এবং জাকির শেখের গৌরীপুর থানার লালকুরা গ্রামে। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ বরা জানান, উদ্ধার হওয়া গন্ডারের খড়্গটির মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। ধৃতদের জেরা করা হচ্ছে।

Advertisement

ময়ালটি উদ্ধার

ছবি: তরুণ দেবনাথ।

রবিবার রাতে রায়গঞ্জের সোহারই মোড় এলাকার জাতীয় সড়কের ধারের জঙ্গলে ঘোরাফেরা করছিল ন’ফুটের এই ময়ালটি। বাসিন্দারা সেটিকে মারার চেষ্টা করছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিম্যাল-এর সদস্যেরা। সোমবার ময়ালটিকে বন দফতরের কর্তাদের হাতে তুলে দেওয়া হয়। গত ২৪ জুন কর্ণজোড়ার তিস্তাকোলনী জঙ্গল থেকে একটি ময়াল উদ্ধার হয়। বন দফতর সেটিকে কুলিক পক্ষিনিবাসে ছাড়ে। প্রায় এক মাস পর ময়ালটি কুলিক থেকে বেরিয়ে চলে যায়। পশুপ্রেমী ওই সংগঠনের দাবি, রবিবার রাতে সেই ময়ালটিকেই উদ্ধার করা হয়েছে। যদিও রায়গঞ্জের বিভাগীয় বনাধিকারিক দ্বিপর্ণ দত্তের দাবি, “এটি আলাদা। কুলিকেরটি প্রায় সাড়ে ১০ ফুট লম্বা ছিল। এই ময়ালটিকে শীঘ্রই ডুয়ার্সের কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

সর্পদষ্টের মৃত্যু

সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃত সিমন শেখ (১৮) রবিবার রাতে মুরুটিয়া থানার বেড় রামচন্দ্রপুরে নিজের ঘরে ঘুমিয়েছিল। প্রথমে কিছুই বুঝতে পারেনি সে। পরে শ্বাসকষ্ট ও পেটের যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। অবস্থার অবনতি হলে করিমপুর গ্রামীণ সোমবার সকালে হাসপাতালে সিমন মারা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement