হাতির জন্ম নিয়ন্ত্রণে
হস্তিকুলের বন্ধ্যকরণ থেকে পিছিয়ে এল রাজ্যের বনদফতর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়ে দেয়, হাতিদের জন্ম নিয়ন্ত্রণের প্রশ্নে আপাতত উদ্যোগী হচ্ছে না সরকার। তারা জানায়, রেলপথে দুর্ঘটনায় হাতি-মৃত্যু ঠেকাতে এবং চোরা শিকারিদের হাত থেকে হস্তিকুলকে বাঁচাতে হাতিদের জন্ম নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিল একটি বেসরকারি সংস্থা। সেই মতো চিন্তাভাবনা করলেও আপাতত সে ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ময়নাগুড়িতে পাখি। ছবি: দীপঙ্কর ঘটক।