Science News

নোকিয়া-২ লঞ্চ হল, দেখুন কী কী ফিচার এই সস্তার অ্যান্ড্রয়েডে

স্মার্টফোনের বাজারে নিত্যনতুন মডেলের ছড়াছড়ি। এরই মধ্যে বুধবার বিশ্ববাজারে পা রাখল নোকিয়া-২। চলতি মাসের মাঝামাঝি এ দেশের বাজারেও চলে আসবে নোকিয়ার এই সস্তার অ্যান্ড্রয়েড ফোন । এক ঝলকে দেখে নেওয়া যাক এর কয়েকটি ফিচার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৬:৩৩
Share:
০১ ০৮

মিড সেগমেন্ট কাস্টমারদের জন্য এল নোকিয়া-২। সঠিক দাম জানা না গেলেও শোনা যাচ্ছে, ৭ হাজার টাকার কমেই মিলবে এই ফোন।

০২ ০৮

৭২০x১২৮০ রেজলিউশন-সহ কোয়াডকম স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসরের নোকিয়া-২ বাজারে আসছে নভেম্বরের মাঝামাঝি।

Advertisement
০৩ ০৮

এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৭.১.১ নট অপারেটিং সিস্টেম। নোকিয়া জানিয়েছে, ইউজাররা শীঘ্রই এই ফোনে ওএস আপডেট করে অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করতে পারবেন।

০৪ ০৮

৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে ১ জিবি র‌্যাম।

০৫ ০৮

এই স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১২৮ জিবি পর্যন্ত তা এক্সপ্যান্ড করা যাবে।

০৬ ০৮

বাজেট ফোন হলেও সস্তা প্লাস্টিকের বদলে এতে রয়েছে অ্যালুমিনিয়ামের বডি। সঙ্গে রয়েছে করনিং গোরিলা গ্লাস ৩-র সুরক্ষা।

০৭ ০৮

সেলফি তুলুন বা ফোটোগ্রাফির শখ মেটান, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৫ এমপি ফ্রন্ট ক্যামেরার মন্দ ছবি উঠবে না।

০৮ ০৮

ফোর-জি প্রযুক্তিযুক্ত ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ৪১০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement