Nokia 8

বাজারে এল নোকিয়া ৮, জেনে নিন দাম ও ফিচার

নোকিয়ার সবচেয়ে দামি এই অ্যান্ড্রয়েড ফোনটি পাওয়া যাবে ৭০৫ ডলারে, ভারতীয় টাকায় যা প্রায় ৪৫ হাজার টাকা। এইচএমডি গ্লোবাল সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে এই ফোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ২১:৪৪
Share:

বিশ্ব বাজারে এল নোকিয়ার নতুন চমক। গত ১৬ অগস্ট লঞ্চ হয়েছে নোকিয়া প্রস্তুতকারী সংস্থা এইচএমডি গ্লোবালের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নোকিয়া ৮। নোকিয়ার সবচেয়ে দামি এই অ্যান্ড্রয়েড ফোনটি পাওয়া যাবে ৭০৫ ডলারে, ভারতীয় টাকায় যা প্রায় ৪৫ হাজার টাকা। এইচএমডি গ্লোবাল সূত্রে খবর, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে এই ফোন।

Advertisement

আরও পড়ুন: ১৬ অগস্ট আসছে নোকিয়ার সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড, দেখে নিন এর ফিচারগুলি

• ৫.৩ ইঞ্চি ডিসপ্লে-র নোকিয়া ৮-এর রেজলিউশন ১৪৪০*২৫৬০

Advertisement

• নয়া এই স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। রয়েছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমরি।

• মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ইন্টারনাল মেমরি বাড়ানো যাবে ২৫৬ জিবি অবধি।

• ডুয়াল সিম এবং সিঙ্গল সিম, দু’টি ভার্সনেই পাওয়া যাবে নোকিয়া ৮।

• ফোনটিতে তিনটি মাইক্রোফোন রয়েছে, যার মাধ্যমে এটি ৩৬০ ডিগ্রি শব্দ গ্রহণে সক্ষম। ম্যাট সিলভার, পলিশড ব্লু, ম্যাট ব্লু আর পলিশড কপার— এই চারটি রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।

আরও পড়ুন: স্পিকার ও হেডসেট লঞ্চ করল স্যামসাং, জেনে নিন দাম ও ফিচার

• অ্যান্ড্রয়েড ৭.১.১ ভার্সনে পাওয়া যাবে এই ফোন। থাকছে ৩০৯০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি।

• ২৪ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে নোকিয়া ৮-এ। এই ফোনের ব্যাক ক্যামেরায় থাকবে কার্ল জেইসের সেনসর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন