Tech

আপনার পাসওয়ার্ড কি হ্যাক হয়েছে? জানা যাবে এই গুগল টুলের মাধ্যমে

আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানবেন কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ১১:০০
Share:

আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানবেন গুগলের নতুন টুলের মাধ্যমে। ফাইল চিত্র

বেশ কয়েক মাস ধরেই অনেকের পাসওয়ার্ড বা ইউজার নেম হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানবেন কী ভাবে?

Advertisement

গুগল কিছু দিন আগেই একটি নতুন টুল বের করেছে ‘পাসওয়ার্ড চেক’। গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে কাজ করছে ওই টুল। এর সাহায্যে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কি না।

Advertisement

পাসওয়ার্ড সুরক্ষিত কি না তা যাচাই করার আগে যে শর্তগুলি মানতে হবে—

গুগল ক্রোমের আধুনিক ভার্সন ডাউনলোড করতে হবে। অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

কী ভাবে গুগল পাসওয়ার্ড চেকআপ ডাউনলোড করতে হবে—

আপনার কম্পিউটারে গুগল ক্রোম ডাউনলোড করতে হবে এর পর গুগল ক্রোম স্টোর থেকে পাসওয়ার্ড চেকআপ সার্চ করতে হবে এর পর ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে তা ইনস্টল করতে হবে।

কী ভাবে পাসওয়ার্ড চেকআপ কাজ করে—

আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে এটি নিজে থেকেই জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি না। যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে তা হলে লাল সিগনাল একটি বক্সে জ্বলে উঠবে এবং জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে ও পরিবর্তন করার কথা বলা হবে। আপনি এড়িয়ে গেলেও তা লাল হয়েই থাকবে যত ক্ষণ অবধি না আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করছেন।

কী ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন—

ক্রোমের ‘আরও জানুন’ বিভাগ থেকে সহজেই কী ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা জানা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন