পঞ্চ নয় শুধু একটাই ইন্দ্রিয় আছে মানুষের!

এতদিন জানা ছিল পাঁচ ইন্দ্রিয়ের শক্তিতে বলীয়ান হয় প্রাণীজগতের সবচেয়ে অনুভূতিশীল প্রাণী মানুষ। ভাবছেন এ আবার কী নতুন কথা। কেন এত গৌরচন্দ্রিকা করছি। তবে সবুর করুন। জানার এখনও অনেক বাকি। পঞ্চ ইন্দ্রিয় নয় মাত্র একটি ইন্দ্রিয়েরই অধিকারী মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৫ ১০:৫০
Share:

এতদিন জানা ছিল পাঁচ ইন্দ্রিয়ের শক্তিতে বলীয়ান হয় প্রাণীজগতের সবচেয়ে অনুভূতিশীল প্রাণী মানুষ। ভাবছেন এ আবার কী নতুন কথা। কেন এত গৌরচন্দ্রিকা করছি। তবে সবুর করুন। জানার এখনও অনেক বাকি। পঞ্চ ইন্দ্রিয় নয় মাত্র একটি ইন্দ্রিয়েরই অধিকারী মানুষ। এক মার্কিন গবেষকের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে— চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা, আলাদা আলাদা কোনও ইন্দ্রিয় নয় একই সিস্টেমের অঙ্গ।

Advertisement

আমেরিকার ব্রান্ডেইস বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের প্রফেসর ডন কাত্জ ইঁদুরদের উপর গবেষণা চালান। ইঁদুরদের ঘ্রাণ এবং স্বাদ, এই দুই ইন্দ্রিয়ের সম্পর্ক নিয়ে গবেষণা চালান।

বছর ছয়েক ধরে তিনি তাঁর গবেষণা চালিয়েছেন। ২০১১ সালে একটি গবেষণা পত্রে তিনি দাবি করেন, খাদ্যের জন্য স্বাদ এবং ঘ্রাণ—দুই ইন্দ্রিয়ের উপর সমান সমান ভাবে নির্ভরশীল ইঁদুর। সম্প্রতি একটি জার্নালে কাত্জ দেখিয়েছেন, কী হয় যদি ইঁদুরের স্বাদেন্দ্রিয়র কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়। একটি অপ্টিক্যাল পরীক্ষার মাধ্যমে ইঁদুরের মস্তিষ্কের ‘প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স’-এর কার্য ক্ষমতা নষ্ট করে দেন। যার ফলে ইঁদুরগুলির ঘ্রাণ ব্যবস্থা তছনছ হয়ে যায়। এর ফলে গণেশ ঠাকুরের বাহনের মস্তিষ্কের ছোট ছোট স্নায়ুর কাজে বদল ঘটে। চিরাচরিত গন্ধও চিনতে পারে না ইঁদুরগুলি।

Advertisement

ওই মার্কিন গবেষকের দাবি, ইঁদুরের মস্তিষ্কের মতো মানব মস্তিষ্কেও ইন্দ্রিয়গুলি আলাদা নয় বরং একই সিস্টেমের অঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement