SCIENCE NewS

আগামী বছরের গোড়াতেই ভারতের জোড়া চন্দ্রাভিযান

আগে চাঁদের কক্ষপথে ২০০৮ সালে ইসরো পাঠিয়েছিল ‘চন্দ্রযান-১’। আর টিন ইন্ডাসের চন্দ্রাভিযানে একই সঙ্গে পাঠানো হবে অরবিটার, ল্যান্ডার ও রোভার। তার মানে, একটি কৃত্রিম উপগ্রহ তো চক্কর মারবেই চাঁদের কক্ষপথে, তার সঙ্গে চাঁদের মাটিতে নামানো হবে একটি ল্যান্ডার। চাঁদের মাটি পরীক্ষা করতে চষে বেড়ানোর জন্য পাঠানো হচ্ছে একটি রোভারও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৮:৩৫
Share:

চন্দ্রযান-২। ছবি সৌজন্যে: ইসরো।

ভারতের দু’-দু’টি চন্দ্রাভিযান হবে আগামী বছরের গোড়ার দিকেই। একটি ইসরোর ‘চন্দ্রযান-২’। অন্যটি টিম ইন্ডাসের চন্দ্রাভিযান। দু’টিই হবে দেশের মাটি থেকে। টিম ইন্ডাসের মহাকাশযানও চাঁদ মুলুকে রওনা হবে ইসরোর বানানো পিএসএলভি রকেটে চেপেই।

Advertisement

আগে চাঁদের কক্ষপথে ২০০৮ সালে ইসরো পাঠিয়েছিল ‘চন্দ্রযান-১’। আর টিন ইন্ডাসের চন্দ্রাভিযানে একই সঙ্গে পাঠানো হবে অরবিটার, ল্যান্ডার ও রোভার। তার মানে, একটি কৃত্রিম উপগ্রহ তো চক্কর মারবেই চাঁদের কক্ষপথে, তার সঙ্গে চাঁদের মাটিতে নামানো হবে একটি ল্যান্ডার। চাঁদের মাটি পরীক্ষা করতে চষে বেড়ানোর জন্য পাঠানো হচ্ছে একটি রোভারও।

আরও পড়ুন- সৌরমণ্ডলের বাইরে এই প্রথম চাঁদ দেখল মানুষ

Advertisement

ইসরো সূত্রের খবর, চাঁদে একই সঙ্গে অরবিটার, ল্যান্ডার ও রোভার পাঠানোর লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স’-এর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে টিম ইন্ডাসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement