Asteroid 2014 JO25

৪০০ বছর পর আজ পৃথিবীর সঙ্গে দেখা হবে এই বিশাল গ্রহাণুর

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। নাম ২০১৪ জেও২৫। মঙ্গলবার সকালে নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম র‌্যাডারে ধরা পড়েছে সে ছবি। জেও২৫ গ্রহাণুর ৩০টি ছবি প্রকাশ করেছে নাসা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন চলতি বছর ১৯ এপ্রিল অর্থাত্ আজ, বুধবার, পৃথিবীর কাছে দিয়ে চলে যাবে জেও২৫ গ্রহাণুটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১২:১০
Share:

প্রতীকী ছবি

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। নাম ২০১৪ জেও২৫। মঙ্গলবার সকালে নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম র‌্যাডারে ধরা পড়েছে সে ছবি। জেও২৫ গ্রহাণুর ৩০টি ছবি প্রকাশ করেছে নাসা।

Advertisement

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন চলতি বছর ১৯ এপ্রিল অর্থাত্ আজ, বুধবার, পৃথিবীর কাছে দিয়ে চলে যাবে জেও২৫ গ্রহাণুটি। যদিও পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে প্রায় ১৮ লক্ষ কিলোমিটার। মানে পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার ৪.৬ গুণ দূরে থেকে এই গ্রহাণু উঁকি দিয়ে যাবে। এই গ্রহাণু পৃথিবীর ধারে কাছে আসার একটাই গুরুত্ব। তা হল ৪০০ বছর পর সে ক্ষণিকের অতিথি হয়ে আসছে। এর পর ফের একে দেখা যাবে প্রায় ৫০০ বছর পর, দাবি জ্যোতির্বিজ্ঞানীদের।

আরও পড়ুন- ৪০০ বছর পর বিশাল গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!

Advertisement

নাসার গোল্ডস্টোন সোলার সিস্টেম র‌্যাডারে ধরা পড়া গ্রহাণুর ছবি। নাসা

কেমন দেখতে জেও২৫?

ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালসলন ল্যাবরেটরির বিজ্ঞানী শান্তুনু নাইডু জানাচ্ছেন, এই মুহূর্তে যে ছবি ধরা পড়েছে, তাতে দেখা গিয়েছে এই গ্রহাণুর দুটো অংশ যেটি লম্বা গলার মতো একটি জায়গা যুক্ত করেছে। গ্রহাণুটি লম্বায় প্রায় ২ হাজার ফুট। অর্থাত্ ১০ ফুট উচ্চতার ঘরের প্রায় দু’শো তলার বাড়ির সমান লম্বা এই গ্রহাণু।

দেখুন ভিডিও

তিন বছর আগে আরিজোনার টাকসনে ক্যাটলিনা স্কাই সার্ভে টেলিস্কোপে প্রথম জেও২৫ গ্রহাণুর সন্ধার পান জ্যোতির্বিজ্ঞানীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন