Mars Rover

মঙ্গলের মাটিতে কেমন দেখাচ্ছে ‘পারসিভের‌্যান্স’-কে, প্রকাশিত হল ছবি

‘দি ট্রেস গ্যাস অরবিটার’, পারসিভের‌্যান্সের ছবি তুলে গত ২৫ ফেব্রুয়ারি পৃথিবীতে পাঠায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৭:৪২
Share:

ছবি: নাসা

মঙ্গলে উপস্থিত নাসা’র ‘পারসিভের‌্যান্স’ মঙ্গল যানটিকে দূর থেকে কেমন দেখতে লাগে? ছবি প্রকাশ করেই সেই রোমাঞ্চকর দৃশ্য সাধারণের সামনে তুলে ধরল ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলে উপস্থিত হয়ে লালগ্রহের একাধিক ছবি পাঠিয়েছিল এই যানটি। কিন্তু এতদিন বোঝার উপায় ছিল না, আকাশ থেকে গ্রহপৃষ্ঠে এই যানটির অবস্থান দেখতে কেমন লাগে। এ বারে সেই ছবিও এল প্রকাশ্যে।

‘দি ট্রেস গ্যাস অরবিটার’, পারসিভের‌্যান্সের ছবি তুলে গত ২৫ ফেব্রুয়ারি পৃথিবীতে পাঠায়। মঙ্গলের ‘জেযেরো’ গর্তের সামনে এই যানটি রয়েছে বলে ছবিতে দেখা গিয়েছে। এ ছাড়াও দেখা গিয়েছে, যানটির অবতরণের সরঞ্জাম (ল্যান্ডিং ভেহিকেল)-এর অন্য উপাদানগুলিকেও।

ছবিটিতে দেখা যাচ্ছে, লালগ্রহের ধুসর পৃষ্ঠে বড় দু’টি গহ্বরের থেকে প্রায় সমান দূরত্বে এই যানটি অবস্থান করছে। নাসার তরফ থেকে বলা হয়েছে, শক্তিশালী একটি ক্যামেরা রয়েছে পারসিভের‌্যান্স যানটিতে। সেই ক্যামেরা ব্যবহার করে যানটি মঙ্গলের একাধিক পাথর খতিয়ে দেখবে। তারপর নমুনা সংগ্রহ করা হয়ে গেলে যানটি পৃথিবীতে ফিরবে। মঙ্গলের সেই সব নমুনা পাথরগুলিকে পরীক্ষা করে দেখা হবে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন