Ice Shelf

অ্যান্টার্কটিকায় বরফের চাদরে ফাটলের দৈর্ঘ্য বেড়ে ১৬০ কিমি!

উষ্ণায়নের সঙ্গে ক্রমশ বাড়ছে লার্সেন সি বরফের চাদরে ফাটল। সময় যত এগোচ্ছে ফাটলের হা আরও চওড়া হচ্ছে। তার ফলে বদলে যাচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের ভৌগোলিক চিত্রও। সম্প্রতি ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের একটি ভিডিও চাঞ্চল্য তৈরি করেছে বিজ্ঞানী মহলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৩৯
Share:

বেড়েই চলেছে ফাটল।

উষ্ণায়নের সঙ্গে ক্রমশ বাড়ছে লার্সেন সি বরফের চাদরে ফাটল। সময় যত এগোচ্ছে ফাটলের হা আরও চওড়া হচ্ছে। তার ফলে বদলে যাচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের ভৌগোলিক চিত্রও। সম্প্রতি ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের একটি ভিডিও চাঞ্চল্য তৈরি করেছে বিজ্ঞানী মহলে। অ্যান্টার্কটিকা মহাদেশের লার্সেন সি নামে বরফের চাদরে প্রায় ১০০ মাইল দীর্ঘ ফাটলের নতুন ভিডিও প্রকাশ করেন তাঁরা। সেই ফাটল ধীরে ধীরে বাড়ছে বলে দাবি বিজ্ঞানীদের।

Advertisement

দেখুন সেই ভিডিও

লার্সেন সি-র বড়সড় চিড় এর আগেই ধরা পড়েছিল। ২০১৬-র নভেম্বরে। অ্যান্টার্কটিকার বিভিন্ন বরফের চাদরের (আইস শেল্ফ) মধ্যে অন্যতম লার্সেন সি প্লেটে দীর্ঘ ফাটল দেখতে পান তাঁরা। সে সময় ফাটলের দৈর্ঘ্য ছিল প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল)। দ্রুত হারে বেড়ে চলেছে সেই ফাটল। এখন সেটা দাঁড়িয়েছে ১৬০ কিলোমিটারের (১০০ মাইল) কাছাকাছি। এই ফাটলের গভীরতা প্রায় ১৫০০ ফুট। নিউ ইয়র্কের ১০২তলা বিশিষ্ট এম্পেয়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার সমান।

Advertisement

লার্সেন সি বরফ চাদরের ১০০ মাইল দীর্ঘ ফাটল

দক্ষিণ গোলার্ধে ১.৪০ কোটি বর্গ কিলোমিটার জুড়ে অ্যান্টার্কটিকা মহাদেশে পাহাড়, হিমবাহ, সমুদ্রর সঙ্গে প্রায় ৪৪টি ‘আইস শেল্ফ’ বা বরফের চাদর রয়েছে। লার্সেন তার মধ্যে একটি। এই লার্সেন আইস শেল্ফ-কে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। লার্সেন-এ, লার্সেন-বি এবং লার্সেন-সি এর অন্যতম। এ ছাড়াও পরে লার্সেন ডি, ই, এফ এবং জি নামে এই বরফের চাদরগুলির নামকরণ করা হয়। তবে লার্সেন-সি হল অ্যান্টার্কটিকার চতুর্থ বৃহত্তম বরফের চাদর। ৫ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি।

ফাটলের ক্ষত এতটাই গভীর যে ১০৩ তলা বিল্ডিংয়ের সমান

উষ্ণায়ন যত বেড়েছে লার্সেন-এ, লার্সেন-বি ততই একে একে হারিয়ে গিয়েছে। ১৯৯৫ সালে লার্সেন-এ এবং ২০০২-তে লার্সেন বি— এই দুই বরফের স্তর উষ্ণায়নের প্রভাবে পুরোপুরি গলে জল হয়ে গিয়েছে। এ বার কি লার্সেন সি-এর পালা? কী বলছেন বিজ্ঞানীরা?

আরও পড়ুন- মহাকাশে আস্ত একটি ‘তারা’ তৈরি করে ভাসিয়ে দিল মানুষ!

প্রজেক্ট মিডাসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, লার্সেন সি-র ফাটলের জন্য ইতিমধ্যেই অ্যান্টার্কটিকার আবহাওয়ার বদল দেখা দিয়েছে। লার্সেন বি গলে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য হিমশৈল। এর ফলে জলের স্তরও বাড়ছে বলে দাবি বিজ্ঞানীদের। সুস্থ বরফের স্তর অ্যান্টার্কটিকার বরফকে এক জায়গায় জমাট করে রাখে। যখন কোনও একটি বরফের চাদরের স্তর গলতে থাকে পার্শ্ববর্তী চাদরের স্তরগুলিতেও তার প্রভাব পড়ে। যেমনটি হয়েছে লার্সেন সি-র ক্ষেত্রে।

কীভাবে বাড়ছে বরফের ফাটল

লার্সেন বি-র মতো যদি লার্সেন সি-র ভবিষ্যত্ হয়ে থাকে তা হলে অ্যান্টার্কটিকার গোটা বরফের চাদরের ১০ শতাংশ গলে জল হবে। এর ফলে পৃথিবীতে জলের স্তর কয়েক গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন