Oppo

১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরার সঙ্গে সুপার নাইট মোড, ভারতে আজ লঞ্চ হচ্ছে ওপো এফ১১ প্রো

অবশেষে ভারতের বাজারে আসছে ওপোর নতুন মোবাইল এফ১১ প্রো। আজ মঙ্গলবার সন্ধে ৬ টা ৩০ মিনিটে মুম্বইতে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতেই প্রথম আসতে চলেছে এই ফোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ১৬:৪৫
Share:

টেকপ্রেমীদের মন কাড়তে পারবে ওপোর এই নতুন মডেল? ছবি: টুইটার

অবশেষে ভারতের বাজারে আসছে ওপোর নতুন মোবাইল এফ১১ প্রো। আজ মঙ্গলবার সন্ধে ৬ টা ৩০ মিনিটে মুম্বইতে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতেই প্রথম আসতে চলেছে এই ফোন।

Advertisement

এই মোবাইলের মূল আকর্ষণ এর পপ-আপ সেলফি ক্যামেরা এবং সুপার নাইট মোড। ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গেই ওপো এফ১১ প্রো-তে যে পপ-আপ সেলফি ক্যামেরা থাকছে, তার ফলে অত্যন্ত উন্নত মানের সেলফি তোলা যাবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এ ছাড়াও কম আলোতে ভালো ছবি তোলার জন্য থাকছে সুপার নাইট মোড। অর্থাৎ যাঁরা মোবাইলে ভাল ক্যামেরা ফিচার খুঁজে থাকেন তাঁদের কাছে এই ফোনটি জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে সংস্থার তরফে। এ ছাড়াও এই ফোনে থাকছে সুপার ফাস্ট চার্জিং সিস্টেমও, অর্থাৎ ছবি তুলতে গিয়ে ব্যাটারি শেষ হয়ে যাওয়ারও ভয় নেই।

যদিও এই ফোনের দাম বা স্পেসিফিকেশান সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি, তবু মনে করা হচ্ছে যে ভারতে মধ্যম ক্যাটাগরির সেগমেন্টে লঞ্চ হতে পারে এই ফোন। ১৫,০০০ টাকা থেকে ওপো এফ১১ প্রোয়ের দাম শুরু হতে পারে। এ ছাড়াও জানা গিয়েছে, এফ১১ প্রো ফোনে পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সামনের সেকেন্ডারি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। তবে পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল সেন্সর।

Advertisement

আরও পড়ুন: ফেসবুকে এল ‘ডার্ক মোড’, জেনে নিন অ্যাক্টিভেট করবেন কী ভাবে

ওপো এফ১১ প্রো ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকছে ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমরি আর ৪০০০ এমএএইচ ব্যাটারি। এখন নচ যুক্ত মোবাইল নতুন ‘ট্রেন্ড’ হলেও, এফ১১ প্রো-তে কোনও নচ নেই। ফোনটির ডিসপ্লে ৬.৫ ইঞ্চির।

আরও পড়ুন: সুপার হিউম্যানের খোঁজ মিলতে পারে এ বার! ইঙ্গিত নাসার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement