‘লালমুখো’ উঁকি মারছে লাল গ্রহের গুহা থেকে!

গুহার ভেতর থেকে কে উঁকি মারছে, মঙ্গলে? সে কোন ‘লালমুখো’? প্রাণ যদি না-ও হয়, সেটা কি তা হলে কোনও মূর্তি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৬:১০
Share:

গুহার ভেতর থেকে কে উঁকি মারছে, মঙ্গলে?

Advertisement

সে কোন ‘লালমুখো’?

প্রাণ যদি না-ও হয়, সেটা কি তা হলে কোনও মূর্তি?

Advertisement

যাঁরা দিনভর রাতভর উড়ন্ত চাকি বা ‘ইউএফও’ অথবা ভিন গ্রহে মানুষ খুঁজে বেড়ান, তাঁদের বুকের বল বাড়িয়ে দিলেন ব্রিটিশ দৈনিক ‘ইউএফও সাইটিংস ডেইলি’র সম্পাদক স্কট সি ওয়্যারিং।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি এক্সপ্রেস’ জানাচ্ছে, ওয়্যারিং ওই ‘লালমুখো’কে উঁকি মারতে দেখেছেন মঙ্গলের একটি পাথুরে গুহার মধ্যে থেকে! মঙ্গল থেকে মার্কিন ‘রোভার’ যান- ‘মিস কিউরিওসিটি’র পাঠানো ভিডিও ছবি দেখতে দেখতেই ওই ‘লালমুখো’কে খুঁজে পেয়েছেন ওয়্যারিং। সেই রোমাঞ্চকর ভিডিও-টি ইউ টিউবে পোস্টও করে দিয়েছেন ওয়্যারিং। আর তার পরেই তুমুল হই চই শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে।

এর আগে ভাসমান চামচ, জল, বুদ্ধ মূর্তি, ধাতুর কুঠার মিলেছিল মঙ্গলে!

যে তালিকার সর্বশেষ সংযোজন-গুহার ভেতর থেকে উঁকি মারা ওই ‘লালমুখো’!

কে ওই ‘লালমুখো’, সেই গবেষণা চলুক, আপাতত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন