Shubhanshu Shukla

চিংড়ির ককটেল থেকে আখরোটের কেক! মহাকাশে কী কী দিয়ে ভোজ সারছেন শুভাংশুরা

মহাকাশচারীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, শুভাংশুদের পাতে রয়েছে চিংড়ি থেকে কেক সবই। মহাশূন্যে ভেসে ভেসে গল্প করছেন আর খাচ্ছেন মহাকাশচারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৯:০৯
Share:

আইএসএসে খাওয়াদাওয়া করছেন শুভাংশুরা। ছবি: এক্স।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে ১৪ জুলাই, আগামী সোমবার পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী। ওই দিন ‘আনডক’ করার কথা অ্যাক্সিয়ম-৪-এর। তার আগে শেষ ক’দিন মহাকাশচারীরা চুটিয়ে উপভোগ করছেন এই মহাকাশ-যাপন। ইতিমধ্যে এক দিন ভোজের আয়োজনও করা হয়েছে আইএসএসে। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন এক মহাকাশচারী। ছবিতে দেখা যাচ্ছে, শুভাংশুদের পাতে রয়েছে চিংড়ি থেকে কেক সবই। মহাশূন্যে ভেসে ভেসে গল্প করছেন আর খাচ্ছেন মহাকাশচারীরা।

Advertisement

নাসার নভচর জনি কিম সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, আইএসএসে এএক্স-৪-এর মহাকাশচারীরা গল্পগুজব করতে করতে ভোজ সারছেন। কিম লিখেছেন, ‘‘এই অভিযানে এসে একটা স্মরণীয় সন্ধ্যা কাটালাম। নতুন বন্ধুদের সঙ্গে খাবার ভাগ করে খেলাম আইএসএসে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমরা একে অপরের গল্প শোনালাম। বিভিন্ন দেশের মানুষ এই মহাকাশে এসে মনুষ্যত্বেরই প্রতিনিধিত্ব করেন।’’ কিমের ভিডিয়োতে শুভাংশু-সহ মহাকাশচারীদের ভেসে ভেসে হাসি-গল্প করতে দেখা গিয়েছে।

কী কী খেলেন তারা, তা-ও নিজের পোস্টে জানিয়েছেন কিম। শুরুতে ছিল বিশেষ প্রক্রিয়াকরণ করা চিংড়ির ককটেল, বিস্কুট। তার পরে ছিল চিকেন এবং বিফের ফাহিতা। শেষপাতে ছিল আখরোট, মিস্টি পাউরুটি এবং কনডেনস্ড দুধ দিয়ে তৈরি কেক।

Advertisement

গত ২৬ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন চার নভশ্চর। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার এই অভিযানে শুভাংশু ছাড়াও আরও তিন নভশ্চর রয়েছেন— ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। নাসার অ্যাক্সিয়ম-৪ অভিযানের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। তিনিই ভারতের প্রথম নভশ্চর, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পা রেখেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement