আকাশে ওটা কী? ইউএফও নাকি?

নাসার মহাকাশচারী স্কট কেলির একটা টুইটের পর থেকেই এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে গত ১৫ নভেম্বর দক্ষিণ ভারতের মাথার অনেক অনেক উপরে মহাকাশের একটা ছবি তুলে ছিলেন স্কট। সেই ছবি টুইট করার পরেই সবার চোখ ছানাবড়া!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৫ ১২:০১
Share:

নাসার মহাকাশচারী স্কট কেলির একটা টুইটের পর থেকেই এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে গত ১৫ নভেম্বর দক্ষিণ ভারতের মাথার অনেক অনেক উপরে মহাকাশের একটা ছবি তুলে ছিলেন স্কট। সেই ছবি টুইট করার পরেই সবার চোখ ছানাবড়া! ছবির ডান দিকে আকাশে কী যেন একটা চাকতির মত চকচক করছে না? অনেকের দাবি, উপরে নিকশ কালো মহাকাশ আর ঠিক নীচে টিমটিমে হাজার জোনাকির মত জলে ওঠা ইন্ডিয়ান পেনিনসুলার ছবি তুলতে গিয়ে স্কটের ক্যামেরায় আসলে ধরা পড়েছে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও-র ছবি। আর কে না জানে উড়ন্ত চাকি মানেই চলে আসে ভিন গ্রহের সেই অজানা অচেনা প্রাণীদের কথাও।

Advertisement

আম জনতা তো বটেই, এই ছবি দেখে রীতিমত উত্সাহী হয়ে উঠেছেন বিজ্ঞানীরাও। থিওরিটিকাল ফিজিসিস্ট মিশিও কাকু প্রশ্ন করেছেন ‘‘এটাই কি তা হলে...?’’

Advertisement

স্কট কেলি মাঝে মাঝেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ছবি তুলে টুইট করেন। তাঁর মত এক মহাকাশচারীর ক্যামেরায় যখন ইউএফও-র মত কোনও কিছুর আভাস মাত্র পাওয়া যায়, তা নিয়ে হইচই হওয়াটাই স্বাভাবিক।

ছবিটা নিয়ে জোর গবেষণা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকের মতে সিগার আকৃতির চকচকে বস্তুটা আসলে ধাতব। লম্বায় আনুমানিক ২৫ মিটার।

অনেকের অবশ্য বক্তব্য, ওই চকচকে বস্তুটা আদতে কোনও দাগ মাত্র।

তবে এই এক ছবিই যে এলিয়ান নিয়ে বিতর্কটা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলল, সেটা বলাই বাহুল্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement