এগুলিই কি বিজ্ঞানের অদ্ভুততম পরীক্ষা!

বিজ্ঞান। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গেই যে শুধুমাত্র যুক্ত, তা-ই নয়, বিজ্ঞান ছাড়া সভ্যতা ভাবাই সম্ভব নয়। কখনও তা মারণ রোগ সারিয়ে মানুষকে দিচ্ছে নতুন জীবন, তো কখনও পৃথিবী ছাড়িয়ে মহাকাশের অন্য প্রান্তে খোঁজ করছে নতুন প্রাণের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ২০:২১
Share:

বিজ্ঞান। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গেই যে শুধুমাত্র যুক্ত, তা-ই নয়, বিজ্ঞান ছাড়া সভ্যতা ভাবাই সম্ভব নয়। কখনও তা মারণ রোগ সারিয়ে মানুষকে দিচ্ছে নতুন জীবন, তো কখনও পৃথিবী ছাড়িয়ে মহাকাশের অন্য প্রান্তে খোঁজ করছে নতুন প্রাণের। বিজ্ঞানের দুর্দান্ত সব আবিষ্কারের কথা আমরা অনেকেই জানি। সে সব আবিষ্কার তার আবিষ্কারককে অমর করে রেখেছে। আবার এই বিজ্ঞানই বিভিন্ন সময়ে এমন কিছু পরীক্ষা হয়েছে, যেগুলি নিয়ে একটি শব্দই বলা যায়, অদ্ভুত। তেমনই বেশ কয়েকটি অদ্ভুত, ভয়ঙ্কর পরীক্ষার হদিশ থাকল সঙ্গের গ্যালারিতে।

Advertisement

আরও খবর- পরীক্ষায় আবার পাশ আইনস্টাইন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement