ভাসমান জাহাজের বুকে নামতে ব্যর্থ ফ্যালকন!

অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। অপেক্ষা করা হচ্ছিল কখন নামবে সে। সে মানে ফ্যালকন-৯ রকেট। এ বার বাজপাখির মতো নামতে পারল না ফ্যালকন। সমুদ্রের বুকে ভাসমান জাহাজের বুকে তাকে নামাতে ব্যর্থ হল নাসার সঙ্গে যুক্ত সংস্থা স্পেস এক্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১১:০৭
Share:

ভেঙে পড়েছে রকেটটি। ছবি: ইন্সটাগ্রাম।

অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। অপেক্ষা করা হচ্ছিল কখন নামবে সে। সে মানে ফ্যালকন-৯ রকেট। এ বার বাজপাখির মতো নামতে পারল না ফ্যালকন। সমুদ্রের বুকে ভাসমান জাহাজের বুকে তাকে নামাতে ব্যর্থ হল নাসার সঙ্গে যুক্ত সংস্থা স্পেস এক্স। এর আগেও স্থলে রকেট নামিয়েছে স্পেস এক্স। তবে এ বার এক চুলের জন্য রকেট নামাতে ব্যর্থ হল মার্কিন সংস্থাটি।

Advertisement

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথমে সব কিছু ঠিকঠাকই চলছিল। নামার সময় হঠাত্ই ‘হার্ড ল্যান্ডিং’-এর কারণে রকেটটির একটি ‘ল্যান্ডিং লেগ’ ভেঙে যায়। তাতেই বাঁধে বিপত্তি। ভেঙে পড়ে রকেটটি। বিস্ফোরণের জেরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় রকেটটি।

বি়জ্ঞানীদের আশঙ্কা, ল্যান্ডিং লেগটি ঠিক মতো লাগানো ছিল না, তাতেই নামার সময় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

এ বার ‘সূর্যের দেশে’ যাচ্ছে ভারত, সামনে দুই বাঙালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement