Science News

ইসরোর কাঁধে চেপে রবিবার মহাকাশে যাচ্ছে দু’টি ব্রিটিশ উপগ্রহ

ইসরো সূত্রে খবর, আগামী কাল, রবিবার রাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সিরিজের ‘সি৪২’ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হচ্ছে ব্রিটেনের দু’টি উপগ্রহ- ‘এসওয়ান-ফোর’ এবং ‘নোভাসার’কে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৪
Share:

এই সেই পিএসএলভি সিরিজের ‘সি-৪২’ রকেট। ছবি সৌজন্যে ইসরোর ওয়েবসাইট।

টানা পাঁচ মাস বন্ধ থাকার পর ফের মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। দু’টিই ব্রিটেনের উপগ্রহ। আর দু’টিই ইসরোর বাণিজ্যিক উৎক্ষেপণ।

Advertisement

ইসরো সূত্রে খবর, আগামী কাল, রবিবার রাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সিরিজের ‘সি৪২’ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হচ্ছে ব্রিটেনের দু’টি উপগ্রহ- ‘এসওয়ান-ফোর’ এবং ‘নোভাসার’কে। ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ইসরোর বাণিজ্যিক শাখা ‘অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেড’-এর সঙ্গে চুক্তি হয় ‘সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড’-এর।

ইসরো জানিয়েছে, এটাই পিএলএলভি সিরিজের সবচেয়ে হাল্কা রকেট। ১১ বছর আগে, ২০০৭ সালে শেষ বার এই রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। তার পর মানোন্নয়নের প্রয়োজনে ওই রকেটের পিঠে চাপিয়ে এত দিন আর কোনও উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো।

Advertisement

আরও পড়ুন- আমজনতার জন্য দরজা খুলে দিচ্ছে ইসরো, এ বার ঘুরতেও যাওয়া যাবে​

আরও পড়ুন- গুপ্তচর স্যাটেলাইটের জনক তপন মিশ্রকে সরিয়ে দিল ইসরো​

গত ২৫ বছরে ওই পিএসএলভি সিরিজের বিভিন্ন ধরনের রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ভারতের ৫২টি এবং ২৩৭টি বিদেশি উপগ্রহকে। ‘চন্দ্রযান-১’ ও ‘মঙ্গলযান’-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছে পিএসএলভি রকেটের পিঠে চাপিয়েই। বিশ্বে এক সঙ্গে সর্বাধিক উপগ্রহ পাঠানোর ব্যাপারেও রেকর্ড গড়েছে পিএসএলভি। গত বছর পিএসএলভি রকেটের পিঠে চাপিয়েই এক সঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠায় ইসরো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন