Life style news

হোয়াটসঅ্যাপে ক্লান্ত! চ্যাট গোপন রাখুন এই অ্যাপগুলো দিয়ে

আপনি কী করছেন? ঠিক কী বলছেন বন্ধুকে তা তৃতীয় কেউ জানতে পারবে না। নিয়ে নিন এই অ্যাপগুলো

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ১৩:১৭
Share:
০১ ১০

ফেসবুক মেসেঞ্জার: এই অ্যাপ্লিকেশনেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা রয়েছে। রোজ চ্যাট করেন এমন এক বন্ধুর চ্যাটবক্স খুলুন, ডানদিকের অপশন ট্যাবে ক্লিক করুন। এরপর ক্লিক করুন ‘গো’ অপশনে। আপনার চ্যাট সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে।

০২ ১০

সিগন্যাল:  মেসেজ সম্পূর্ণ লুকিয়ে ফেলতে, গ্রুপ চ্যাট সুরক্ষিত করতে এবং ভিডিও ও ভয়েস কলও সুরক্ষিত রাখতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

Advertisement
০৩ ১০

টেলিগ্রাম: সুরক্ষিতভাবে বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য ভীষণই জনপ্রিয় অ্যাপ এটি।

০৪ ১০

ভাইবার: সস্তায় ভয়েস কল করার জন্য অনেকেই ভাইবার ব্যবহার করেন। অনেকেই জানেন না এই অ্যাপটির টেক্সট-এও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা রয়েছে।

০৫ ১০

সাইলেন্ট ফোন: উপরের কোনওটিই যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে এই অ্যাপটির সুবিধা নিতে পারেন। এটিও সম্পূর্ণ সুরক্ষিত।

০৬ ১০

উইকার মি: গোপনীয়তা বজায় রেখে তথ্য আদানপ্রদান করতে বা কোনও ফাইল শেয়ার করতে পারেন এই উইকার মি-র সাহায্যে।

০৭ ১০

গ্লিফ: আপনার কথোপকথন গোপন থাকবেই, সঙ্গে পাবেন বিটকয়েনে আদানপ্রদানের সুবিধাও।

০৮ ১০

লাইন: গোপনীয়তা বজায় রাখতে ডাউনলোড করে দেখতে পারেন এই অ্যাপটিও।

০৯ ১০

কাকাও টক: অনেকটা ফেসবুক মেসেঞ্জারের মতোই। দক্ষিণ কোরিয়ায় এই অ্যাপটি এখন বেশ জনপ্রিয়।

১০ ১০

থ্রিমা: গোপনীয়তা বজায় রাখতে এই অ্যাপটি এনএসিআই ক্রিপ্টোগ্রাফি লাইব্রেরি সাহায্য নেয়। এই সুরক্ষাবলয় ভেঙে আপনার চ্যাটবক্সে উঁকি মারা ভীষণই শক্ত কাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement