অস্ত্রোপচারে সারলো বুনো হাতির টিউমার

মাস ছয়েক ধরেই খুঁড়িয়ে হাঁটত সূর্য। গরুমারা জঙ্গলের গরাতির পিলখানার বাসিন্দা এই হাতিটির সামনের বাঁ পায়ের হাঁটুর উপরের দিকে ফুলে যাওয়ায় উদ্বেগে ছিলেন বনকর্মীরা। একাধিকবার চিকিৎসকদের ডেকে এনে পিলখানায় চিকিৎসাও হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৯
Share:

ছবি: দীপঙ্কর ঘটক।

মাস ছয়েক ধরেই খুঁড়িয়ে হাঁটত সূর্য। গরুমারা জঙ্গলের গরাতির পিলখানার বাসিন্দা এই হাতিটির সামনের বাঁ পায়ের হাঁটুর উপরের দিকে ফুলে যাওয়ায় উদ্বেগে ছিলেন বনকর্মীরা। একাধিকবার চিকিৎসকদের ডেকে এনে পিলখানায় চিকিৎসাও হয়েছিল। যদিও বাঁ পায়ে টিউমারের মতো কিছু তৈরি হওয়ায়, অস্ত্রোপচার ছাড়া রোগ সারানোর উপায় নেই বলে চিকিৎসকরা জানিয়ে দেন। সেই মতোই শুক্রবার সকাল থেকে সূর্যের পায়ে অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচারের জন্য দিন তিনেক আগে সূর্যকে গরাতি থেকে ধূপঝোরার পিলখানায় নিয়ে আসা হয়েছিল। এ দিন সকালে প্রথমে ইঞ্জেকশন দিয়ে সূর্যকে ঘুম পাড়ানো হয়। তারপর ইন্দ্রনীল বেরা, দীপক শর্মা এবং দীপক বার এই তিন পশু চিকিৎসক সূর্যের পায়ে অস্ত্রোপচার করেন। ঘণ্টা দু’য়েক ধরে অস্ত্রোপচার চলার পরে চিকিৎসকরা দাবি করেছেন, পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে। টিউমারের মতো মাংসপিণ্ডটি বাদ দেওয়া হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে শুক্রবার দুপুরের পরও সূর্য আচ্ছন্ন অবস্থায় রয়েছে বলে বন দফতর জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement